Advertisement
১৮ মে ২০২৪

কুয়াশা ঢাকা কাঁথিতে শীতের আমেজ

ঘন কুয়াশা আর মেঘলা আকাশে রবিবার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত ঢেকে রইল কাঁথি শহর। আর এর জেরে সপ্তাহের প্রথম দিনেই শীতের আমেজে মজল কাঁথি। রবিবার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ভরে যায় কাঁথি শহরের বিভিন্ন রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দারা জানান, ঘন কুয়াশার আস্তরণে পাঁচ ফুট দূরত্বের জিনিসও অস্পষ্ট ঠেকছিল। পথ চলতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও। কুয়াশার কবলে পড়ে শ্লথ হয়ে পড়ে যানবাহন। রবিবার সন্ধ্যার পর দিঘাগামী বাসগুলি এ কারণেই নির্ধারিত সময়ের দেড়-দু’ঘণ্টা দেরিতে পৌঁছায়।

কুয়াশা সরিয়ে। কাঁথিতে সোহম গুহ-র তোলা ছবি।

কুয়াশা সরিয়ে। কাঁথিতে সোহম গুহ-র তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০১:০৭
Share: Save:

ঘন কুয়াশা আর মেঘলা আকাশে রবিবার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত ঢেকে রইল কাঁথি শহর। আর এর জেরে সপ্তাহের প্রথম দিনেই শীতের আমেজে মজল কাঁথি।

রবিবার সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ভরে যায় কাঁথি শহরের বিভিন্ন রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দারা জানান, ঘন কুয়াশার আস্তরণে পাঁচ ফুট দূরত্বের জিনিসও অস্পষ্ট ঠেকছিল। পথ চলতে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরাও। কুয়াশার কবলে পড়ে শ্লথ হয়ে পড়ে যানবাহন। রবিবার সন্ধ্যার পর দিঘাগামী বাসগুলি এ কারণেই নির্ধারিত সময়ের দেড়-দু’ঘণ্টা দেরিতে পৌঁছায়। কাঁথি মহকুমা বাস পরিবহণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক শিবরাম মাইতি বলেন, “ঘন কুয়াশায় গাড়ি চালানোর অসুবিধা হওয়ায় দুর্ঘটনা গাড়ি ধীরে চালাতে বাধ্য হন চালকরা। সেকারণেই নির্ধারিত সময়ের পরে পৌঁছায় গাড়িগুলি।”

আবার সোমবার ভোররাতে ঝিরঝিরে বৃষ্টি যেন শীতের মাত্রা বাড়িয়ে দেয় আরও খানিকটা। এ দিন ভোরে সেভাবে দেখা মেলেনি প্রাতঃভ্রমণকারীদেরও। শহরের দোকানরাট-হাটবাজারও বসেছে দেরিতে। ঘন কুয়াশার জন্য এ দিন সকাল ৮টাতেও আলো জ্বালিয়ে যাতায়াত করছিল গাড়িগুলি। তবে স্কুল-কলেজ-অফিসে বেরনোর সময় সকলেই নিজেকে মুড়ে নিয়েছেন টুপি, দস্তানা, সোয়েটার আর জ্যাকেটে। আবার সপ্তাহের প্রথম কাজের দিনে এমন আবহাওয়ায় ছুটির আমেজ ভোগ করেই দিন কাটিয়ে দিয়েছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

winter fog contai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE