Advertisement
২০ এপ্রিল ২০২৪

কন্যাশ্রীর সুবিধা পাবে পূর্বের লক্ষাধিক ছাত্রী

কন্যাশ্রী প্রকল্পে পূর্ব মেদিনীপুরে ভাতা পাবে এক লক্ষেরও বেশি ছাত্রী। কন্যাশ্রী দিবসে রাজ্যজুড়ে প্রশাসন ও নারী উন্নয়ন-সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার নানা অনুষ্ঠান হয়। একই ভাবে এ দিন তমলুকের সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়ের সভাঘরে জেলাস্তরের এক অনুষ্ঠান হয়। নানা ব্লকেও পালিত হয় দিনটি। পূর্বে জেলাস্তরের অনুষ্ঠানে ২০১৩-১৪ আর্থিক বছরে কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকা উপকৃত ছাত্রীদের মধ্যে একশো জনকে ভাতা, অনুমোদনের শংসাপত্র আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৪ ০০:৪২
Share: Save:

কন্যাশ্রী প্রকল্পে পূর্ব মেদিনীপুরে ভাতা পাবে এক লক্ষেরও বেশি ছাত্রী। কন্যাশ্রী দিবসে রাজ্যজুড়ে প্রশাসন ও নারী উন্নয়ন-সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার নানা অনুষ্ঠান হয়। একই ভাবে এ দিন তমলুকের সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়ের সভাঘরে জেলাস্তরের এক অনুষ্ঠান হয়। নানা ব্লকেও পালিত হয় দিনটি।

পূর্বে জেলাস্তরের অনুষ্ঠানে ২০১৩-১৪ আর্থিক বছরে কন্যাশ্রী প্রকল্পের আওতায় থাকা উপকৃত ছাত্রীদের মধ্যে একশো জনকে ভাতা, অনুমোদনের শংসাপত্র আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়। এ ছাড়াও জেলাস্তরে পোস্টার অঙ্কন ও কবিতা লেখার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শংসাপত্র ও পুরস্কার তুলে দেন জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, কাঁথির সাংসদ শিশির অধিকারী, জেলাশাসক অন্তরা আচার্য, সভাধিপতি মধুরিমা মণ্ডল, তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি প্রমুখ।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, কন্যাশ্রী প্রকল্পে ২০১৩-১৪ আর্থিক বছরে পূর্ব মেদিনীপুরে ১ লক্ষ ১ হাজার ৪৮৮ জন ছাত্রী বার্ষিক ভাতার জন্য অনুমোদন পেয়েছে। এ ছাড়াও ওই প্রকল্পে এককালীন ২৫ হাজার টাকা পাওয়ার জন্য ৪,১১৪ জন ছাত্রীর নাম অনুমোদিত হয়েছে। এ দিন জেলার ৫,০০৫ জন ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক বৃত্তির টাকা এবং ১৯৪ জন ছাত্রীর ব্যাঙ্ক আকাউন্টে এককালীন ২৫ হাজার টাকা জমা পড়েছে।

কন্যাশ্রী প্রকল্পে জেলার সফল বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে মহিষাদল গয়েশ্বরী হাইস্কুল ও সফল ব্লক হিসেবে স্বীকৃতি পেয়েছে ময়না ব্লক। এ দিনের অনুষ্ঠানে রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। মেয়েদের লেখাপড়া শেখা থেকে তাঁদের স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে।” অনুষ্ঠানে সাংসদ শিশির অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি নারীদের উন্নয়নে কতখানি গুরুত্ব দেন, কন্যাশ্রী প্রকল্প তাঁর প্রমাণ।” এ দিন সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয় চত্বরে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের স্টল ছিল। কন্যাশ্রী প্রকল্পের বিভিন্ন সুবিধা ও নাম নথিভুক্ত করতে ছাত্রীদের বোঝানোর ব্যবস্থাও ছিল।

জেলাস্তরের অনুষ্ঠানের পাশাপাশি পূর্বের প্রতিটি ব্লকে প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী দিবস পালিত হয়। কাঁথি মহকুমার বিভিন্ন ব্লকে বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যাশ্রী দিবস পালিত হয়। কাঁথি-৩ ব্লক অফিস থেকে এলাকার ২৫টি স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য, কাঁথি-৩ এর বিডিও প্রদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ প্রমুখরা। কন্যাশ্রী নিয়ে গান-নাচ ছড়াও আবৃতি ও নাটক পরিবেশন করে বিভিন্ন স্কুলের ছাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kanyashree student tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE