পাকিস্তানের জেলে থাকাকালীন আলাপ হয়েছিল এক বন্দিনীর সঙ্গে। ক্রমে আলাপ গড়ায় প্রেমে। পরে ভারতে ফিরলেও প্রেমিকাকে ভুলতে পারেননি। প্রেমের টানে পাড়ি দিয়েছিলেন পাকিস্তানে। কিন্তু চার হাত এক হল না! চোরাপথে সীমান্ত পেরোনোর সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে গেলেন যুবক।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম প্রশান্ত বেদম। রবিবার রাজস্থানের বিকানেরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছ থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিলেন প্রশান্ত। তখনই তাঁকে আটক করা হয়। খাজুওয়ালার এসএইচও হরপাল সিংহ বলেন, “ওই ব্যক্তি স্থানীয়দের কাছে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের বিষয়ে জানতে চাইছিলেন। সেনার গোয়েন্দারা সেই খবর পান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত তাঁকে গ্রেফতারে তৎপর হয় নিরাপত্তা বাহিনী।’’
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এর আগে ২০১৭ সালে বিকানেরের করনি চেকপোস্ট দিয়ে পাকিস্তানে ঢুকেছিলেন প্রশান্ত। সে বারও পাক সেনার হাতে ধরা পড়ে যান। ঠাঁই হয় জেলে। ২০২১ সাল পর্যন্ত জেলেই ছিলেন ওই যুবক। পরে তাঁকে অটারি সীমান্ত দিয়ে ভারতে প্রত্যর্পণ করা হয়। জেলে থাকাকালীন অন্য সেলে থাকা এক বন্দিনীর সঙ্গে পরিচয় হয় প্রশান্তের। ওই মহিলার প্রেমে পড়ে যান তিনি। জেরায় প্রশান্ত পুলিশকে জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে দেখা করতেই পাকিস্তানে ফিরে যাচ্ছিলেন তিনি। প্রেমিকার সঙ্গে দেখা করতে সুদূর বিশাখাপত্তনম থেকে বিকানেরে ভারত-পাকিস্তান সীমান্তে গিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল, সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে পাকিস্তানে ঢোকার। কিন্তু তার আগেই ধরা পড়ে যান।
যদিও তদন্তকারীরা সন্দেহ করছেন, যুবকের পাকিস্তানে যাওয়ার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্যও থাকতে পারে। সে সব বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিজনদের দাবি, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। খবর পেয়ে রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।