কলেজের প্রতিষ্ঠা দিবসে ছয় মনীষীর আবক্ষ মূর্তি বসল। মঙ্গলবার ডেবরা শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু-সহ ছ’জন মনীষীর মূর্তির আবরণ উন্মোচন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুতপা পাল। মূর্তিগুলি কলেজের সভাপতি প্রদীপ কর কলেজকে দান করেছেন। কলেজ গেটের বাইরে সাংসদ দেবের বরাদ্দ করা ৬ লক্ষ টাকায় নির্মিত যাত্রী প্রতীক্ষালয়েরও উদ্বোধন হয়। অনুষ্ঠানে ১৪ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতি প্রদীপবাবু বলেন, “দশ বছরে এই কলেজের অনেক মানোন্নয়ন হয়েছে। আগামী দিনে আরও মানোন্নয়নের শপথ নিয়েছি।”