Advertisement
E-Paper

খেলার টুকরো খবর

বিভিন্ন এলাকায় প্রাথমিকের চক্র ক্রীড়া প্রতিযোগিতায় মাতল স্কুল পড়ুয়ারা। রবিবার খড়্গপুরের সবং, খড়্গপুর, নারায়ণগড়, দাঁতনের বিভিন্ন এলাকায় এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। হাইজাম্প, দৌড়, কবাডি-সহ নানা খেলার আয়োজন ছিল। সবং পশ্চিম চক্রের দাঁতড়দা ময়দানে ৭৯টি প্রাথমিক, ৩টি নিম্ন বুনিয়াদি ও ২৯টি শিশু শিক্ষাকেন্দ্রের ২৫১ জন খেলায় যোগ দেয়।

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০০:৫৭

প্রাথমিকের চক্র ক্রীড়া

বিভিন্ন এলাকায় প্রাথমিকের চক্র ক্রীড়া প্রতিযোগিতায় মাতল স্কুল পড়ুয়ারা। রবিবার খড়্গপুরের সবং, খড়্গপুর, নারায়ণগড়, দাঁতনের বিভিন্ন এলাকায় এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। হাইজাম্প, দৌড়, কবাডি-সহ নানা খেলার আয়োজন ছিল। সবং পশ্চিম চক্রের দাঁতড়দা ময়দানে ৭৯টি প্রাথমিক, ৩টি নিম্ন বুনিয়াদি ও ২৯টি শিশু শিক্ষাকেন্দ্রের ২৫১ জন খেলায় যোগ দেয়। প্রধান অতিথি ছিলেন জেলা কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি। প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ বিষ্ণুপদ মাইতি। নারায়নগড় পূর্ব চক্রের গণভারতীয় উচ্চ বিদ্যালয়ের ময়দানে ৩৬টি প্রাথমিক ও ২১টি শিশুশিক্ষা কেন্দ্রের প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সনাতন মঙ্গল।

সবংয়ে ছাত্রীদের দৌড়।—নিজস্ব চিত্র।

আর নারায়ণগড় চক্রের ৩১টি প্রাথমিক ও ১৯টি শিশুশিক্ষাকেন্দ্রকে নিয়ে কুনারপুর অঞ্চল বিদ্যালয়ের ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সহ-সভাপতি গণেশ মাইতি। এ দিনই খড়্গপুর-২ ব্লকের মাদপুর চক্রের ৭২টি স্কুলকে নিয়ে এই প্রতিযোগিতা হয় বারবাসি ময়দানে। ছিলেন জেলা পরিষদের পরিষদীয় নেতা অজিত মাইতি। দাঁতন-২ ব্লকের জাহালদা পূর্ব চক্রের খেলা ঘিরেও পড়ুয়াদের উত্‌সাহ ছিল নজরে পড়ার মতো। ৪৩টি প্রাথমিক ও ২৪টি শিশু শিক্ষাকেন্দ্রের ১৫০ জন পড়ুয়াকে নিয়ে সাউড়িতে হয় ক্রীড়া প্রতিযোগিতা। মেদিনীপুর সদর পূর্ব চক্রের প্রাথমিক ক্রীড়া হয়েছে শনিবার। সদর ব্লকের চুয়াডাঙা হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতায় দেড়শো জন বিভিন্ন ইভেন্টে যোগ দেয়।

ক্রিকেটে জয়ী গোল্ডেন বয়েজ

দু’দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খড়্গপুরে। নিউ নেক্সট জেনারেশন ক্লাবের উদ্যোগে খড়্গপুরের রবীন্দ্রপল্লিতে আয়োজিত ওই প্রতিযোগিতায় খড়্গপুর ছাড়াও হলদিয়া, মেদিনীপুর, কাঁথি ও টাটানগরের ১৬টি দল যোগ দিয়েছিল। রবিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। এ দিন ফাইনালে ৬ ওভারের খেলায় খড়্গপুরের রেডফিল্ড ক্লাব প্রথমে খেলতে নেমে ৭ ইউকেট হারিয়ে ৫৫ রান করে। পরে হলদিয়ার গোল্ডেন বয়েজ ক্লাব ব্যাট করতে নেমে ৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এ দিন খেলা দেখতে উপস্থিত ছিলেন এনসিসি-র কম্যান্ডান্ট কর্নেল দুসয়ন্ত, উপ পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল, আইআইটি-র অধ্যাপক পার্থ সাহা প্রমুখ। জয়ী দলকে ২২হাজার টাকা নগদ ও স্মারক প্রদান করা হয়। রানার্স দলকেও ২০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন গোল্ডেন বয়েজের নাসির রহমান।

লালগড়ে সুপার সকার

শালচাতুরি মাঠে ফুটবল।—নিজস্ব চিত্র।

রবিবার লালগড়ের বৈতা অঞ্চলের ‘আরআরএসটি আদিবাসী ক্লাব’-এর উদ্যোগে স্থানীয় শালচাতুরি ফুটবল মাঠে আয়োজিত দু’দিনের সুপার সকার ফুটবল টুর্নামেন্ট শেষ হল। এ দিন ফাইনাল খেলাটি গোলশূন্য হওয়ায় ‘সত্যানন্দ যুব সঙ্ঘ সেবায়তন’ ও ‘কৌশল্যা মডেল ঝাড়গ্রাম’ দু’টি দলকেই যুগ্ম চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়। শনি ও রবিবার স্থানীয় শালচাতুরি ফুটবল মাঠে আয়োজিত দু’দিনের এই প্রতিযোগিতায় জঙ্গলমহলের ১৬টি ফুটবল টিম অংশ নেয়। ক্লাবের কর্মকর্তা লুদা সরেন বলেন, “ফাইনালে নির্ধারিত সময়ে কেউই গোল করতে পারে নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আর খেলা চালানো যায় নি। তাই দু’টি দলকেই চ্যাম্পিয়ান ঘোষণা করা হয়।”

জয়ী বেহালার অঙ্কুশ ক্লাব

শ্রীদাম ইলেভেনের উদ্যোগে আয়োজিত দু’দিনের জঙ্গলমহল কাপ শেষ হল রবিবার। এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বেহালার অঙ্কুশ ক্লাব। বিজয়ী দলকে নগদ ১ লক্ষ টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। রানার্স হয়েছে ওড়িশার ভূবনেশ্বর গোরা একাদশ। রানার্সকে নগদ ৬০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। এছাড়াও সেমি ফাইনালে পরাজিত দুই দলকেও পুরষ্কৃত করা হয়েছে। পরাজিত দুই দলের মধ্যে একটি হল কলকাতা অ্যাথলেটিক ক্লাব ও অন্যটি মেদিনীপুর এস বি ইলেভেন। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ভূবনেশ্বর গোরা একাদশের গোরা সোরেন। খেলাটি হয় শালবনি নেতাজি স্টেডিয়ামে।

তমলুকে নক আউট ফুটবল

তমলুকে একদিনের নৈশ ফুটবল প্রতিযযোগিতায় জয়ী হল নতুন সূর্য ক্লাব। তমলুকের ওয়াটার ফ্লো ক্লাবের উদ্যোগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তমলুক রাজ ময়দানে আয়োজিত নক আউট ফুটবল প্রতিযোগিতায় ১৬ টি দল যোগ দেয়। প্রতিযেগিতার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা। উপস্থিত ছিলেন তমলুকের পুরপ্রধান দেবিকা মাইতি, কাউন্সিলর সৈয়দ আবেদ আলি শাহ। প্রতিযোগিতার ফাইনালে নতুন সূর্য ক্লাব ৬-০ গোলে তমলুক স্পোর্টস একাডেমিকে হারায়। জয়ী দলকে ট্রফি, ২০ হাজার টাকা ও রানার্স দলকে ট্রফি, ১৫ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন নতুন সূর্য ক্লাবের শেখ কুতুব।

জয়ী বেহালার অঙ্কুশ ক্লাব

শ্রীদাম ইলেভেনের উদ্যোগে আয়োজিত দু’দিনের জঙ্গলমহল কাপ শেষ হল রবিবার। এই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বেহালার অঙ্কুশ ক্লাব। বিজয়ী দলকে নগদ ১ লক্ষ টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। রানার্স হয়েছে ওড়িশার ভূবনেশ্বর গোরা একাদশ। রানার্সকে নগদ ৬০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। এছাড়াও সেমি ফাইনালে পরাজিত দুই দলকেও পুরষ্কৃত করা হয়েছে। পরাজিত দুই দলের মধ্যে একটি হল কলকাতা অ্যাথলেটিক ক্লাব ও অন্যটি মেদিনীপুর এস বি ইলেভেন। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ভূবনেশ্বর গোরা একাদশের গোরা সোরেন। খেলাটি হয় শালবনি নেতাজি স্টেডিয়ামে।

ক্রিকেটে জয়ী রকি ক্লাব

হলদিয়ার ক্যালস রিফাইনারির মাঠে সুশীল ধাড়া মেমোরিয়াল ক্রিকেট উত্‌সব হল শনিবার। নিউ স্টার ক্লাব ও ১২ নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে দিন-রাতের ওই খেলা হয়। ১৬টি ক্রিকেট দল যোগ দেয়। বহু দর্শক খেলা দেখতে ভিড় জমান। সুতাহাটার দূর্বাবেড়িয়া রকি ক্লাব, জেসিটি ঝুখিয়াকে হারিয়ে জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে জেসিটি ঝুখিয়া ৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৪২ রান তোলে। রকি ক্লাব ৫ ওভার দুই বলে, দু’উইকেটের বিনিময়ে ৪৩ রান তুলে জেতে। মাঠে চিয়ার লিডার্স, দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থাও ছিল।

বিনপুর চক্রের বার্ষিক ক্রীড়া

চলছে প্রতিযোগিতা।— নিজস্ব চিত্র।

রবিবার বিনপুর প্রাথমিক চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল স্থানীয় আঁধারিয়া হাইস্কুল মাঠে। বিনপুর চক্রের ৭৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৮টি শিশুশিক্ষা কেন্দ্রের প্রায় দেড়শো ছাত্রছাত্রী ওই প্রতিযোগিতায় অংশ নেয়।

সদর ব্লকে জঙ্গলমহল কাপ

মেদিনীপুর কোতয়ালি থানা পুলিশের উদ্যোগে জঙ্গলমহল কাপ ফুটবল প্রতিযোগিতা হল রবিবার। সবমিলিয়ে ৬০টি দল এতে অংশগ্রহন করে। এরমধ্যে মেয়েদের ৩৪টি। ছেলেদের ২৬টি। চাঁদড়ায় এই ফুটবল প্রতিযোগিতার আসর বসে। খেলা দেখতে উত্‌সাহী মানুষজন মাঠে ভিড় করেন।

মেদিনীপুর সদর আর্বান চক্র ১-এর ৩৪টি প্রাথমিক ও ৮টি শিশু শিক্ষা কেন্দ্রের ক্রীড়া প্রতিযোগিতা
হল মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের মাঠে। সাড়ে ছ’শো পড়ুয়া ২৮টি ইভেন্টে যোগ দেয়।
প্রতিযোগিতায় সামিল হন শিক্ষকরাও। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

রবিবার এগরার জেরথান অঞ্চলের প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হামারজিতা প্রাথমিক বিদ্যায়ের মাঠে।—নিজস্ব চিত্র।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy