Advertisement
১৭ মে ২০২৪

খড়্গপুরের রেল মাফিয়ার স্ত্রী বিজেপিতে

কাউকে দলে নেওয়ার আগে তাঁর ভাবমূর্তি যাচাই করে নেওয়া হবে বলে বারবার দাবি করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু শনিবার খড়্গপুরে রেল মাফিয়া হিসেবে পরিচিত শ্রীনু নায়ডুর স্ত্রী পূজা নায়ডু বিজেপি-র মহিলা সংগঠনে যোগ দেওয়ার পরে, সেই দাবির সূত্রেই বিজেপি-কে বিঁধেছেন অন্য রাজনৈতিক নেতারা। তাঁদের বক্তব্য, খড়্গপুর পুরভোটের আগে এ পর্যন্ত অরাজনৈতিক অবস্থানে থাকা পূজাকে বিজেপি-র দলে নেওয়াটা ‘তাৎপর্যপূর্ণ’।

খড়্গপুরে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী জোৎস্না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূজা নায়ডু (বাঁ দিকে)। ছবি: রামপ্রসাদ সাউ

খড়্গপুরে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী জোৎস্না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূজা নায়ডু (বাঁ দিকে)। ছবি: রামপ্রসাদ সাউ

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৫
Share: Save:

কাউকে দলে নেওয়ার আগে তাঁর ভাবমূর্তি যাচাই করে নেওয়া হবে বলে বারবার দাবি করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু শনিবার খড়্গপুরে রেল মাফিয়া হিসেবে পরিচিত শ্রীনু নায়ডুর স্ত্রী পূজা নায়ডু বিজেপি-র মহিলা সংগঠনে যোগ দেওয়ার পরে, সেই দাবির সূত্রেই বিজেপি-কে বিঁধেছেন অন্য রাজনৈতিক নেতারা। তাঁদের বক্তব্য, খড়্গপুর পুরভোটের আগে এ পর্যন্ত অরাজনৈতিক অবস্থানে থাকা পূজাকে বিজেপি-র দলে নেওয়াটা ‘তাৎপর্যপূর্ণ’। স্ত্রী বিজেপি-র পক্ষে থাকলে শ্রীনু অন্য রাজনৈতিক অবস্থান নেবেন কি না, সে প্রশ্নও তুলেছেন তাঁরা।

খড়্গপুরের নিউ সেটলমেন্ট মাতামন্দির প্রাঙ্গণে এ দিন দুপুরে বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সভা করে সংগঠনে যোগ দেন পূজা। তাঁর হাতে বিজেপি-র পতাকা তুলে দেন জ্যোৎস্নাদেবী। পূজার সঙ্গে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের হাজারখানেক মহিলাও বিজেপিতে নাম লেখান। পূজা নিজেকে আসন্ন পুরভোটে খড়্গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে তুলে ধরেন। তাঁকে বলতে শোনা যায়, “আপনারা আমার পাশে থেকে ভোটে জয়ী করুন।” সভাস্থলে ছিলেন শ্রীনুও। তবে মঞ্চে ওঠেননি।

গত লোকসভা ভোটের নিরিখে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। খড়্গপুর শহর তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরীর মন্তব্য, “বাছাই করে দলে লোক নেওয়ার কথা বললেও বিজেপি খুব জানে, মানুষ ওদের সঙ্গে নেই।

সে জন্য পুরভোটের আগে ওরা মহিলাদের নাম করে আসলে মাফিয়াদের দলে টানছে।”

সিপিএমের শহর জোনাল সম্পাদক অনিতবরণ মণ্ডলের বক্তব্য, “শ্রীনুর মতো মাফিয়াদের সঙ্গে নিয়ে বিজেপি খুব একটা ফায়দা তুলতে পারবে না। শুধু শহরে অশান্তির বাতাবরণ তৈরি হবে।”

শ্রীনুকে নিয়ে এই অশান্তির আশঙ্কা অবশ্য নিতান্ত অমূলক নয় খড়্গপুরবাসীর পক্ষে। কারণ, শ্রীনুর বিরুদ্ধে রেলের লোহা চুরি থেকে শুরু করে হুমকি, তোলাবাজি, খুন, ডাকাতি-সহ নানা অভিযোগ রয়েছে। এক সময় শহরে রেল মাফিয়াদের নিয়ন্ত্রক বাসব রামবাবুর ঘনিষ্ঠ ছিলেন শ্রীনু।

২০০১ সালে প্রয়াত সিপিআই সাংসদ নারায়ণ চৌবের বড় ছেলে গৌতম খুনের ঘটনায় রামবাবুর নাম জড়ায়। তিনি গ্রেফতার হন। পুলিশ সূত্রের খবর, এর পরে ছাঁট লোহার ঠিকাদারির গোটা কারবার শ্রীনু একাই চালাতেন। পরে তিনি নিজের দল গড়েন। খড়্গপুরের শপিং কমপ্লেক্সে ডাকাতি, আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় রামবাবুর কনভয়ে গুলি চালানো, ব্যবসায়ী খুনের মতো একাধিক ঘটনায় নাম জড়ায় শ্রীনুর। কয়েক বার ধরাও পড়েন। তবে প্রমাণাভাবে বেশি দিন তাঁকে জেলে রাখা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, ২০১০-এর পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বাসব রামবাবুর ঘনিষ্ঠ বাগ্গা রাও। সেই সময় বাগ্গা রাওয়ের হয়ে খাটতে দেখা গিয়েছিল (তৃণমূল অবশ্য কখনই মানেনি) শ্রীনুকে। শ্রীনু নিজেও এ দিন বলেন, “তৃণমূলে থেকে দেখেছি, রাজনীতি বড্ড নোংরা জিনিস। তাই আমি খড়্গপুরে অরাজনৈতিক মঞ্চ ‘ভগত অ্যান্টি-পলিটিক্যাল ফেডারেশন’ গড়েছি।” তা হলে পূজা বিজেপি-তে গেলেন কেন? শ্রীনুর জবাব, “আমরা নরেন্দ্র মোদীর ফ্যান। মোদীকে দেখে আমার স্ত্রী বিজেপিতে গিয়েছেন।” স্ত্রী-র খাতিরে কি পুরভোটের সময় তিনিও বিজেপি-র হয়ে মাঠে নামবেন? জবাব এড়িয়ে শ্রীনু বলেন, “আমার কোনও রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন নেই।”

শ্রীনুর স্ত্রীর তাঁদের দলে আসার মধ্যে অবশ্য বিতর্কের কিছু দেখছেন না বিজেপি নেতৃত্ব। বিজেপি-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়ের বক্তব্য, “পূজার বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ আছে বলে জানা নেই। তেমন কিছু থাকলে আমরা আলোচনা করব।”

বিজেপি-র রাজ্য নেতা তথা বিধায়ক শমীক ভট্টাচার্যের যুক্তি, “স্বামী অভিযুক্ত হলে স্ত্রী বিচারক হতে পারবেন না, এমন কোনও কথা নেই। তবে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে।” তবে তিনি এ-ও জানিয়ে দিয়েছেন, পুরভোটের প্রার্থী বাছাই এখনও হয়নি। ফলে, পূজার প্রার্থী হওয়ার প্রসঙ্গ এখনই উঠছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jyotsna bandyopadhyay pooja naidu bjp kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE