Advertisement
E-Paper

গ্যাসে ভর্তুকি পেতে ফর্মপূরণ

রান্না গ্যাসের গ্রাহকদের সরকারি ভর্তুকি পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট বেনেফিট ট্রান্সফার স্কিমে যুক্ত হতে একটিমাত্র ফর্ম পূরণ করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থার তরফে স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে এই ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা দিলেই চলবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ০০:৩১

রান্না গ্যাসের গ্রাহকদের সরকারি ভর্তুকি পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট বেনেফিট ট্রান্সফার স্কিমে যুক্ত হতে একটিমাত্র ফর্ম পূরণ করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন গ্যাস সরবরাহকারী সংস্থার তরফে স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে এই ফর্ম সংগ্রহ করে পূরণ করে জমা দিলেই চলবে।

এলপিজি গ্রাহকদের এই স্কিমের আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার জন্য গ্যাস সরবরাহ সংস্থা ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপি), ভারত পেট্রোলিয়াম (বিপি) সংস্থার আধিকারিকদের নিয়ে শুক্রবার বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য। ওই বৈঠকের পর গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফে এই প্রকল্পে জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুকুমার নন্দী বলেন, “গ্যাসে ভর্তুকির টাকা পেতে কেন্দ্রীয় সরকারের ডাইরেক্ট বেনেফিট ট্রান্সফার স্কিমের আওতায় আসার জন্য এলপিজি গ্রাহকদের এখন আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ একটি ফর্ম পূরণ করে জমা দিলেই হবে। এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য যে সব গ্রাহক আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ ফর্ম ইতিমধ্যে জমা দিয়েছেন নতুন করে তাঁদের আর ওই ফর্ম জমা দেওয়ার দরকার নেই।” তিনি আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে সমস্ত এলপিজি গ্রাহকদের এই ফর্ম পূরণ করে জমা দেওয়ার আবেদন করা হচ্ছে। কারণ আগামী মার্চ মাসের মধ্যে যে সব গ্রাহক ওই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন না তাঁদের ভর্তুকি ছাড়াই পুরো দাম দিয়ে গ্যাস কিনতে হবে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জেলার বেশিরভাগ গ্রাহকদের এই প্রকল্পে অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য চলতি ডিসেম্বর মাসে ছুটির দিনেও গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিস খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমানে ২ লক্ষ ৪৮ হাজার এলপিজি গ্রাহক রয়েছে। ওই স্কিমে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে ৩৩ শতাংশ গ্রাহকের আবেদনপত্র জমা হয়েছে। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেনআইওসির বিপণন আধিকারিক স্বপনকুমার চট্টোপাধ্যায়, হিন্দুস্তান পেট্রোলিয়ামের আধিকারিক অমিত কুমার সোনার, ভারত পেট্রোলিয়ামের আধিকারিক নিশান্ত কুমার ও প্রকল্পের ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর অতনু রায়।

tamluk gas subsudy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy