Advertisement
০৪ মে ২০২৪
আগুন দুষ্কৃতীদের মোটরবাইকে

ছিনতাইবাজ পাকড়াও করে মারধর জনতার

টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর পথে জনতার হাতে ধরা পড়ল দুষ্কৃতী। মঙ্গলবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তমলুক শহরের হাসপাতাল মোড় এলাকায় দুই দুষ্কৃতী এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। পরে স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীদের ধরে ফেলে গণপিটুনি দেয়। তাঁদের মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

আগুনে পুড়ছে দুষ্কৃতীদের মোটরবাইক। (ইনসেটে) ধৃত দুই দুষ্কৃতী।ছবি: পাথর্প্রতিম দাস।

আগুনে পুড়ছে দুষ্কৃতীদের মোটরবাইক। (ইনসেটে) ধৃত দুই দুষ্কৃতী।ছবি: পাথর্প্রতিম দাস।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ০০:৪৪
Share: Save:

টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর পথে জনতার হাতে ধরা পড়ল দুষ্কৃতী। মঙ্গলবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তমলুক শহরের হাসপাতাল মোড় এলাকায় দুই দুষ্কৃতী এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। পরে স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীদের ধরে ফেলে গণপিটুনি দেয়। তাঁদের মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে তমলুক থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া ছিনতাই হওয়া টাকাও। ধৃতদের নাম দীপক দাস ও রামু প্রসাদ। দীপকের বাড়ি নদিয়ার কল্যাণীতে আর রামুর বাড়ি উত্তর চব্বিশ পরগনার হালিশহরে। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। একটি ছিনতাই চক্রের সঙ্গে তাঁদের যোগ রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নার বাসিন্দা শ্রীকান্ত প্রামাণিক পেশায় জরির ব্যবসায়ী। শ্রীকান্তবাবু এদিন তাঁর শ্বশুর অবসরপ্রাপ্ত এনভিএফ কর্মী সুকুমার মাইতিকে নিয়ে মোটরসাইকেলে করে এসে তমলুকের নিমতলা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তোলেন। এরপর তাঁরা হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে ময়নার দিকে যাচ্ছিলেন। ব্যাঙ্ক থেকে কিছুটা দূরে দুই দুষ্কৃতী মোটরবাইকে করে শ্রীকান্তবাবুর মোটরবাইককে পাশ কাটাতে যায়। অভিযোগ, সেই সময় বাইকের পিছনের আসনে বসে থাকা সুকুমারবাবুর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপর ময়নাগামী সড়ক ধরে পালায় দুষ্কৃতীরা। শ্রীকান্তবাবুও মোটরবাইকে তাঁদের পিছু নেয়। তমলুকের হাসপাতাল মোড়ের কয়েকশো মিটার দূরে একটি বাঁকের মুখে সামনে বাস এসে যাওয়ায় আটকে পড়ে ওই দুষ্কৃতীরা। সেই সময় দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করা শ্রীকান্তবাবু চিৎকার করতে থাকেন।

চিৎকার শুনে স্থনীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীদের ধরে ফেলে। তাঁদের কাছে ছিনতাই করা টাকার ব্যাগও উদ্ধার হয়। উত্তেজিত জনতা দুই দুষ্কৃতীকে ব্যাপক মারধর করে। তাঁদের মোটরসাইকেলে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা পুলিশকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে। উল্লেখ্য, গত জুলাই মাসে মাসে তমলুক শহরের হাসপাতাল মোড় এলাকাতেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় হানা দিয়ে প্রায় ১২ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। ওই ঘটনায় জড়িতদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্প্রতি একই দিনে তমলুক শহরের দু’টি এলাকার ব্যাঙ্কের এটিএম কাউন্টার ভেঙে চুরির চেষ্টার ঘটনা ঘটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tamluk snatching public beating firing incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE