Advertisement
০৪ মে ২০২৪

জেলা আদালতে চলছেই আইনজীবীদের কর্মবিরতি

জেলা আদালতের ক্ষমতা খর্ব করার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীদের কর্মবিরতি অব্যাহত রইল সোমবারও। গত বৃহস্পতিবার থেকে জেলা আদালতের আইনজীবী ও মুহুরিদের কর্মবিরতির জেরে জেলা আদালতে অচলাবস্থা চলছে। আর এর ফলে আদালতে মামলার শুনানি ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৪ ০০:২২
Share: Save:

জেলা আদালতের ক্ষমতা খর্ব করার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের আইনজীবীদের কর্মবিরতি অব্যাহত রইল সোমবারও। গত বৃহস্পতিবার থেকে জেলা আদালতের আইনজীবী ও মুহুরিদের কর্মবিরতির জেরে জেলা আদালতে অচলাবস্থা চলছে। আর এর ফলে আদালতে মামলার শুনানি ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক যুগল মেটলার অভিযোগ, “জেলা আদালতের বিচারকের নিজস্ব ক্ষমতা অনুযায়ী সারা জেলার বিভিন্ন মামলা গ্রহণ করা ও তাঁর শুনানির এক্তিয়ার রয়েছে। কিন্তু হাইকোর্টের প্রশাসনিক কমিটির একটি পুরনো নির্দেশিকা দেখিয়ে চলতি বছরের অগস্ট মাস থেকে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে তমলুক সদর মহকুমার বাইরের এলাকার বাসিন্দাদের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা, মোটরগাড়ি দুর্ঘটনাজনিত মামলা, আগাম জামিনের মামলা নেওয়া হচ্ছে না। এর ফলে জেলা আদালতের ক্ষমতা খর্ব করা হয়েছে।”

জেলা আদালতের ক্ষমতা খর্ব করার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার থেকে আদালতে মামলার শুনানিতে যোগ না দিয়ে কর্মবিরতি পালনের পাশাপাশি আইনজীবীরা জেলা আদালতের বিভিন্ন এজলাসে বিচারকদের ঢুকতে বাধা দেন। জেলা আদালতের এই অচলাবস্থা কাটাতে আইনজীবীদের নিয়ে বৈঠক করতে শনিবার পূর্ব মেদিনীপুরে এসেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক অসীমকুমার রায়। তিনি কর্মবিরতি প্রত্যাহারের কথাও বলেন। কিন্তু জেলা আদালতের আইনজীবীরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। হাইকোর্টের বিচারকের কাছ থেকে আশ্বাস না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন।

সোমবারও অব্যাহত ছিল কর্মবিরতি। এ দিন এজলাসে বিচারকদের যাওয়ার পথে আইনজীবীরা বাধা দেননি। তবে এ দিন এজলাসে হাজির হয়ে বিচারকরা তাঁদের কাজ করলেও আইনজীবীরা শুনানিতে যোগ দেননি। বার অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে আগামী বুধবার আইনজীবীদের নিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে আন্দোলন কর্মসূচি নিয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দৌড়। রক্তের জন্য পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করল খড়্গপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন। সোমবার শহরের তালবাগিচা হাইস্কুল ময়দান থেকে দৌড় শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tamluk district court work suspension lawyers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE