Advertisement
E-Paper

দিঘা-ওড়িশা জমিজট, হল না সমাধান

বাংলা-ওড়িশা সীমানা বিরোধ নিয়ে দুই রাজ্যের পূর্ব মেদিনীপুর ও বালেশ্বর-এই দুই জেলার উচ্চ পর্যায়ের প্রশাসিনক বৈঠকের পরও মিলল না সমাধানসূত্র।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৪ ০০:৩৮

বাংলা-ওড়িশা সীমানা বিরোধ নিয়ে দুই রাজ্যের পূর্ব মেদিনীপুর ও বালেশ্বর-এই দুই জেলার উচ্চ পর্যায়ের প্রশাসিনক বৈঠকের পরও মিলল না সমাধানসূত্র। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য ও ওড়িশার বালেশ্বরের জেলাশাসক অরবিন্দ আগরওয়াল দু’জনই বৈঠক শেষে জানান, বৈঠক সৌহার্যপূর্ণ হলেও আপাতত কোনও সমাধান সূত্র না মেলায় ফের বৈঠকে বসা হবে। এছাড়া দুই রাজ্যের সীমানার বিতর্কিত এলাকা সরেজমিন পরিদর্শন করে সীমানা নির্ধারণও করা হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বাংলা-ওড়িশা সীমানা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের পদিমা-১ পঞ্চায়েতের পশ্চিম গদাধরপুর মৌজায় জেএল ২৭৮ নং জেএল এর ২৪৮ নম্বর প্লটের ৮ একর জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অভিযোগ, প্রতিবেশী ওড়িশা রাজ্য ওই জমি জবরদখল করে রাখছে। এমনকী বিতর্কিত ওই জমিতে সম্প্রতি সেচ দফতর বাঁধের কাজ করতে গেলে ওড়িশা বন দফতর ও পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। দুই জেলার প্রশাসনিক মহলে সম্প্রতি সীমানা নিয়ে বিরোধও দেখা দেয়। এর আগে দু’একবার পঞ্চায়েত ব্লক ও মহকুমা পর্যায়ে বৈঠক হলেও কোনও সদর্থক সিদ্ধান্ত না হওয়ায় দু’পক্ষের বিরোধ ক্রমশ বাড়তে থাকে।

অবশেষে রাজ্য প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার দিঘায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সৈকতাবাসে দুই রাজ্যের জেলা পর্যায়ের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। হাজির ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য, জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, ওড়িশার বালেশ্বরের জেলাশাসক অরবিন্দ অগ্রবাল, ডিআইজি অসিত পাণিগ্রাহী, অতিরিক্ত পুলিশ সুপার জ্ঞানেন্দ্র কুমার পরিজা প্রমুখ।

land acquisition problem digha-orissa border no solution
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy