Advertisement
০৩ মে ২০২৪

দাঁতনে মারধর, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিজেপির

দলীয় কর্মীকে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হল বিজেপি। শনিবার সন্ধ্যায় বিজেপির তরফে তৃণমূলের দাঁতনের চকইসমাইল অঞ্চল সভাপতি নবকুমার মহাপাত্র-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০০:১৮
Share: Save:

দলীয় কর্মীকে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হল বিজেপি। শনিবার সন্ধ্যায় বিজেপির তরফে তৃণমূলের দাঁতনের চকইসমাইল অঞ্চল সভাপতি নবকুমার মহাপাত্র-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার পরে চব্বিশ ঘণ্টা কেটে গেলেও পুলিশ কাউকে ধরেনি। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়ের অভিযোগ, “দাঁতন থানার আইসি নিজেও তৃণমূলের সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে কাজ করছেন। কারণ তিনি নিরপেক্ষ হয়ে কাজ করলে পুলিশমন্ত্রীকে দিয়ে তাঁকে বদলি করা হবে বা ক্লোজ করা হবে।” বুধবার দাঁতনের ওই গ্রামে বিজেপির একটি প্রতিনিধিদল যাবে বলেও জানান তিনি। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাদনা বরুণ চন্দ্রশেখ অবশ্য বলেন, “বিজেপির অভিযোগ পেয়ে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের পেলেই ধরা হবে।”

শুক্রবার পাড়ুই-কাণ্ডের প্রতিবাদে দাঁতনে ধিক্কার মিছিল ছিল বিজেপির। দুপুরে সেই মিছিল শেষে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অশ্বিনী পাত্র নিমপুরের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, তখনই অশ্বিনীকে মারধর করে তৃণমূল কর্মীরা। তৃণমূলের পাল্টা অভিযোগ, শুক্রবার বিকেলে নিমপুরে কর্মিসভায় যাওয়ার পথে দলের অঞ্চল সভাপতি নবকুমার মহাপাত্রকে মারধর করে বিজেপি কর্মীরা। ওই রাতে ১১ জন বিজেপি কর্মীর নামে অভিযোগ জানান আক্রান্ত তৃণমূল নেতা নবকুমারবাবু। রাতেই গ্রেফতার করা হয় দুই বিজেপি কর্মী বিভূতি পাত্র ও ভবেশ প্রামাণিককে। শনিবার আবার এলাকায় গোলমাল বাধে। ধৃত দুই বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর ও একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাঁতন মণ্ডল সভাপতি বিবেকানন্দ বিশ্বাসের অভিযোগ, “পুলিশ আমাদের অভিযোগে নিষ্ক্রিয়। কিন্তু তৃণমূলের অভিযোগের ভিত্তিতে অতি সক্রিয় হয়ে দু’জন নিরপরাধকে গ্রেফতার করেছে। এটাই তো পুলিশের পক্ষপাতিত্বের প্রমাণ।” বিজেপির আক্রান্ত কর্মী অশ্বিনী পাত্রের বোন আরতির অভিযোগ, “গত এক মাস ধরে তৃণমূলের সন্ত্রাসে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছি। এখন দাদার উপর হামলার ঘটনায় অভিযোগ করায় আমাদের সমস্যা আরও বেড়েছে। অভিযুক্তরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তারা শ্লীলতাহানির হুমকি দিচ্ছে।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি বিক্রম প্রধানের দাবি, “এলাকায় কোনও সন্ত্রাস নেই। ওই দিন যাঁরা গাড়ি পুড়িয়েছে, তাঁদের কেউ দেখেনি। ওই দুষ্কৃতীদের নিশ্চয় পুলিশ খুঁজে বের করবে। পুলিশ নিরপেক্ষ হয়েই কাজ করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dantan police bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE