Advertisement
০৫ মে ২০২৪

দুর্নীতি হলে দল দেখব না: শুভেন্দু

সমবায়ে কোনও রকম দুর্নীতি হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কে কোন দল তা দেখা হবে না। বুধবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে এসে এমনই কড়া বার্তা দিলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্য সভায় নিজের দু’টি মোবাইল নম্বর দিয়ে বললেন, কোনও রকম সমস্যা দেখলে সরাসরি জানাতে।

মাধ্যমিকে জেলার প্রথম রিমি ঘোষকে সংবর্ধনা শুভেন্দু অধিকারীর।  ছবি: সৌমেশ্বর মণ্ডল।

মাধ্যমিকে জেলার প্রথম রিমি ঘোষকে সংবর্ধনা শুভেন্দু অধিকারীর। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১২ জুন ২০১৪ ০০:৫৫
Share: Save:

সমবায়ে কোনও রকম দুর্নীতি হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কে কোন দল তা দেখা হবে না। বুধবার বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে এসে এমনই কড়া বার্তা দিলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্য সভায় নিজের দু’টি মোবাইল নম্বর দিয়ে বললেন, কোনও রকম সমস্যা দেখলে সরাসরি জানাতে।

মেদিনীপুরে সমবায় ব্যাঙ্কের উদ্যোগে এ দিন এক আলোচনা সভা হয়। যেখানে মেদিনীপুর (সদর) এবং খড়্গপুর মহকুমা এলাকার কৃষি ও অকৃষি সমবায় সমিতিগুলোর কর্মকর্তা এবং কর্মচারিরা উপস্থিত ছিলেন। সভার পাশাপাশি জেলার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধিতও করা হয়। এই সভার জন্যই এ দিন মেদিনীপুরে আসেন শুভেন্দুবাবু।

তিনি বলেন, “আমাদের প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক মত আছে। কিন্তু, সমবায়ের ক্ষেত্রে আমরা যেন রাজনৈতিক সংকীর্ণতার মধ্যে না থাকি। ঋণ দেওয়ার ক্ষেত্রে ডান-বাম দেখলে ব্যাঙ্ক শেষ হয়ে যাবে।”

সভায় দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শও দেন তিনি। তাঁর কথায়, “কোনও রকম দুর্নীতি হলেই আমরা ব্যবস্থা নেব। সে ক্ষেত্রে কে কোন দল করেন, কে কার আত্মীয়, কে কত বিত্তশালী, তা আমরা দেখব না।” সভায় নিজের দু’টি মোবাইল নম্বরও উপস্থিত সকলকে ‘নোট’ করে নিতে বলেন শুভেন্দুবাবু। তাঁর কথায়, “কোনও রকম সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

বুধবারের সভায় শুভেন্দুবাবুকে শিক্ষকের ভূমিকা নিতে দেখা যায়। কখনও তিনি নির্দেশ দিয়েছেন। বলেছেন, কী করা যাবে আর কী করা যাবে না। কখনও জানিয়েছেন, ব্যাঙ্কের সীমাবদ্ধতার কথা। বুঝিয়ে বলেছেন, কী ভাবে ধুঁকতে থাকা সমবায় সমিতিগুলোকে উজ্জীবিত করা যায়, তার রূপরেখাও।

এ দিন সকালে মেদিনীপুরে এসে প্রথমে বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কে যান শুভেন্দুবাবু। সেখানে বৈঠক করেন। দুপুরে শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আসেন। এখানেই ওই সভা হয়। শুরুতে জেলার ৬ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। মাধ্যমিকে ভাল ফলের জন্য সংবর্ধিত করা হয় রিমি ঘোষ, কিংশুক দোলুই এবং সৈকত সাউদের। উচ্চমাধ্যমিকে ভাল ফল করার জন্য সংবর্ধিত করা হয় অরিত্রজিৎ গুপ্ত, নীমিষা কুঙর এবং তিয়াসা সাঁতরাকে। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, শ্যামপদ পাত্র, জেলা পরিষদ সদস্য অজিত মাইতি প্রমুখ।

সভার শুরুতে পরিচালকমণ্ডলীর সদস্যদের সঙ্গে উপস্থিত সকলের পরিচয় করিয়ে দেন শুভেন্দুবাবু। পরে তিনি জানান, বিদ্যাসাগর ব্যাঙ্কও এ বার এটিএম পরিষেবা চালু করবে। আগামী ১৮ জুন মেদিনীপুরে এটিএম চালু হবে। বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ বলেন, “আমার স্থির বিশ্বাস, এই ব্যাঙ্ক সমবায়ের সার্বিক উন্নয়ন ঘটাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

medinipur corruption subhendu adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE