Advertisement
E-Paper

নন্দিনী মেলায় মেতেছে রামনগর

সুব্রত গুহ

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ০০:৩২
মেলার উদ্বোধনে শিশির অধিকারী-সহ অন্যান্যরা।

মেলার উদ্বোধনে শিশির অধিকারী-সহ অন্যান্যরা।

শীতের মরসুম মানেই উত্‌সবের মরসুমও বটে। আর কাঁথি উত্‌সবের অন্যতম হল ‘নন্দিনী মেলা’-২০১৪। শুক্রবার রামনগর-১ পঞ্চায়েত সমিতির পরিচালনায় আরএসএ মাঠে নন্দিনী মেলা ও রামনগর উত্‌সবের উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। শুক্রবার প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করে শিশিরবাবু বলেন, “এই ধরনের গ্রামীণ মেলায় বরাবরই এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। গ্রামীণ মেলায় মানুষের মধ্যে মেলবন্ধন হয়। তাই এমন মেলার আয়োজন আরও বেশি করে করা উচিত্‌।” এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক অখিল গিরি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সুজন দত্ত, গৌরীশঙ্কর পানি, বিডিও তমোজিত্‌ চক্রবর্তী, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার প্রমুখ।

ছ’বছরে পড়া এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগে এ দিন রামনগর-১ ব্লক জুড়ে মোটরবাইক মিছিল হয়। এছাড়াও পুরুলিয়ার ছৌ নাচ, পশ্চিমবঙ্গের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃষ্টিনন্দন অভিনব ট্যাবলো-সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা রামনগর শহর পরিক্রমা করে। রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার বলেন, “রাজ্যের সার্বিক উন্নয়নের রূপরেখাকে বাস্তবায়িত করে রামনগর-১ পঞ্চায়েত সমিতি পরপর দু’বার ‘ভারতসেরা’ হওয়ার গৌরব অর্জন করেছে। ঐতিহ্যশালী রামনগরের সংস্কৃতি ও চেতনাকে জাগরিত করতে গত পাঁচ বছরের মত এ বছরও এবছর ৬ষ্ঠ নন্দিনী মেলা ও রামনগর উত্‌সবের আয়োজন করা হয়েছে।”

৬ দিন ব্যাপী নন্দিনী মেলায় মোট ৫০টি স্টল রয়েছে। যার মধ্যে কৃষি, মত্‌স্য ও প্রাণীসম্পদ বিকাশ দফতর ছাড়াও বিভিন্ন স্বনির্ভরগোষ্ঠীর উত্‌পাদিত শিল্পসামগ্রীর স্টল রয়েছে। মেলায় দর্শক টানতে বসেছে নানা রকমের পণ্যসামগ্রীর দোকানও। এছাড়াও প্রতিদিনই আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলকাতার চিত্র-মঞ্চ, দূরদর্শনের তারকা ছাড়াও থাকছে বাংলা গানের বিভিন্ন ব্যান্ড। এ ছাড়াও থাকছে রামনগর কেন্দ্রীক শিক্ষা, স্বাস্থ্য, নারী, যুবসমাজ, স্বাধীনতা সংগ্রামে রামনগর ও রামনগরের পযর্টনের সম্ভাবনা নিয়ে আলোচনা চক্র। ৩১ ডিসেম্বর নন্দিনী মেলায় আয়োজন করা হয়েছে বষর্বরণ অনুষ্ঠান ও আতসবাজি প্রদর্শনীর।

মায়ের হাত ধরেই মেলায় ঘুরতে এসেছিল বছর দশেকের অভিজিত্‌ জানা। সে বলে, “গতবার এই মেলায় এসে খুব ভাল লোগেছিল। তাই আবার এলাম মেলায়। অনেক কিছু কিনেওছি।” মেলার প্রথম দিনেই ব্যবসা ভাল হয়েছে বলে জানান এক ব্যবসায়ী। তারক জানা নামে ওই ব্যবসায়ীর কথায়, “বছরের প্রথম থেকেই মেলায় এই দিনগুলোর অপেক্ষায় থাকি।”

সোহম গুহ-র তোলা ছবি।

subrata guha ramnagar nandini mela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy