Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পূর্বে সার্কিট ট্যুরিজম চালুর পরিকল্পনা জেলা প্রশাসনের

পূর্ব মেদিনীপুরের নানা দর্শনীয় জায়গা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে সার্কিট ট্যুরিজম-এ উদ্যোগী হল জেলা প্রশাসন। প্রথম পর্যায়ে তমলুক-হলদিয়া, কাঁথি-এগরা মহকুমার ঐতিহ্যবাহী, দর্শনীয় স্থানগুলি নিয়ে আলাদা ভাবে সার্কিট ট্যুরিজম চালুর পরিকল্পনা হয়েছে। এ জন্য জেলাস্তরে গঠিত পর্যটন বিষয়ক কমিটির সদস্যদের আজ, বুধবার তমলুক ও হলদিয়া মহকুমার দর্শনীয়স্থানগুলি ঘুরে দেখাতে পরীক্ষামূলক ভ্রমণ শুরু করা হচ্ছে।

ময়নাগড়ের মাজার। ছবি: পার্থপ্রতিম দাস

ময়নাগড়ের মাজার। ছবি: পার্থপ্রতিম দাস

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৪ ০০:২০
Share: Save:

পূর্ব মেদিনীপুরের নানা দর্শনীয় জায়গা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে সার্কিট ট্যুরিজম-এ উদ্যোগী হল জেলা প্রশাসন। প্রথম পর্যায়ে তমলুক-হলদিয়া, কাঁথি-এগরা মহকুমার ঐতিহ্যবাহী, দর্শনীয় স্থানগুলি নিয়ে আলাদা ভাবে সার্কিট ট্যুরিজম চালুর পরিকল্পনা হয়েছে।

এ জন্য জেলাস্তরে গঠিত পর্যটন বিষয়ক কমিটির সদস্যদের আজ, বুধবার তমলুক ও হলদিয়া মহকুমার দর্শনীয়স্থানগুলি ঘুরে দেখাতে পরীক্ষামূলক ভ্রমণ শুরু করা হচ্ছে। জেলাশাসক অন্তরা আচার্য বলেন, “পরীক্ষামূলক ভ্রমণের পর সব দিক খতিয়ে দেখে বাণিজ্যিক ভাবে এই সার্কিট ট্যুরিজম চালু করা হবে।”

পর্যটন দফতর ও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার ঐতিহ্যমণ্ডিত নানা স্থান ঘুরে দেখতে পর্যটকরা নিজেদের মতো করেই যাবতীয় ব্যবস্থা করে নেন। তাতে নানা সমস্যা হয়। যেমন, নির্দিষ্ট পরিবহণের অভাব। দর্শনীয় স্থানগুলি জেলার নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখানে পৌছাতে যেমন অনেক সময় লেগে যায়, তেমনি খরচও হয় অনেক বেশি। ফলে ঝক্কি এড়াতে অনেকেই পিছিয়ে যান।

এই সমস্যা কাটিয়ে উঠতে জেলার দর্শনীয়স্থানগুলি একেবারে ঘুরে দেখানোর চিন্তাভাবনা শুরু করে প্রশাসন ও পর্যটন দফতর। প্রশাসনিক ভাবে জেলাস্তরে গঠিত ট্যুরিজম কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে ঠিক হয়, ঐতিহাসিক ও দর্শনীয়স্থাগুলির তালিকা তৈরি করে সেগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখা হবে। এরপরই দর্শনীয় স্থানগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে সার্কিট ট্যুরিজম চালুর সম্ভবনা খতিয়ে দেখতে পরীক্ষামূলক ভ্রমণের কর্মসূচি নেয়। সেই পরিকল্পনা মতো আজ জেলা প্রশাসনের আধিকারিক ও ট্যুরিজম কমিটির সদস্যদের নিয়ে বাসে তমলুক ও হলদিয়া মহকুমার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা হবে। সব ঠিক থাকলে কোন কোন এলাকা ঘুরে দেখা হবে? জানা গিয়েছে, তমলুক শহরের মানিকতলার মানিকপীরের দরগা, তাম্রলিপ্ত রাজবাড়ি, জেলখানা মোড়ের কাছে জগন্নাথ, রামজীউ, বিষ্ণুহরি, মহাপ্রভু মন্দির, বানপুকুরের কাছে বিপ্লবী মাতঙ্গিনী হাজরার শহিদস্থল, তাম্রলিপ্ত মিউজিয়াম, বর্গভীমা মন্দির, হ্যামিল্টন হাইস্কুল, রামকৃষ্ণ মিশন। এবং শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নিমতৌড়ি স্মৃতিসৌধ ও ময়নাগড়। আর হলদিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে, মহিষাদল রাজবাড়ি, গেওখালির ত্রিবেণী সঙ্গম, মীরপুরের খ্রিষ্ট্রানপল্লির চার্চ ও হলদিয়া বন্দর।

পরীক্ষামূলক ভাবে একদিনের এই সার্কিট ট্যুরে জেলা সদর তমলুক থেকে বিভিন্ন দর্শনীয় স্থানের দূরত্ব, যাতায়াতে কত সময় লাগছে ও সম্ভাব্য খরচ কত, তা দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

east medinipur circuit tourism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE