বেঙ্গল ফাইন আর্টস্ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বছর চব্বিশের সোমনাথ ঘর আউটডোর স্টাডিতে গিয়ে জঙ্গলমহলের বেশ কিছু ছবি এঁকেছেন। তাঁর দু’টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে। শনিবার ৫ সেপ্টেম্বর থেকে ভারতীয় জাদুঘরের আশুতোষ গ্যালারিতে শুরু হচ্ছে প্রবীণ ও নবীন শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী। উদ্যোক্তা, ‘অল ইন্ডিয়া ফাইন আর্টস্ অ্যাসোসিয়েশন’। অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৪৪ তম জন্মোত্সব উপলক্ষে আয়োজিত ওই প্রদর্শনীতে ৩৫ জন প্রবীণ ও নবীন শিল্পীর শিল্পকর্ম দেখা যাবে।