তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের সংসদীয় এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের শতাধিক মহিলা নাম লেখালেন বিজেপিতে। শুক্রবার বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তাঁদের দাবি, ‘লক্ষ্মীর ভান্ডার চাই না, মর্যাদা চাই’। দাবি উঠল বেকারত্ব সমস্যার সমাধান ও নারী নিরাপত্তার। সেই সঙ্গে কারও মুখ থেকে এ-ও শোনা গেল, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা দেওয়া হবে।
ঘাটালের অজবনগর-২, মোহনপুর, মনসুকা-২ গ্রাম পঞ্চায়েত-সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক তৃণমূল মহিলাকর্মী যোগদান করলেন বিজেপিতে। বিধানসভা এলাকার বিজেপি কার্যালয়ে তৃণমূল ওই মহিলাকর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব।
দল পরিবর্তন করে মৌটুসি হাইত বলেন, ‘‘আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। মান, মর্যাদা তথা সমাজ সুরক্ষার জন্য বিজেপিকে চাই।’’ জ্যোৎস্না খাঁড়া জানান, দুর্নীতি, কাটমানির বিরুদ্ধে ও নারী সুরক্ষার লক্ষ্যেই দল পরিবর্তন। তিনি বলেন, ‘‘পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যেতে হয়। কোনও কাজ নেই বাংলায়।’’ জ্যোৎস্নার আরও অভিযোগ, মাস্টার প্ল্যানিংয়ের নামে মাটি খনন চলে। শুধু ভোট এলে দেখানো হয় কাজ চলছে। তাঁর আরও দাবি, যদি বিজেপি ক্ষমতায় আসে তা হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন:
যোগদান প্রসঙ্গে বিধায়ক শীতলের দাবি, ডবল ইঞ্জিন সরকার চেয়েই বিজেপিতে যোগদান করেছেন ‘মাতৃশক্তি’। এই কর্মসূচিকে কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতা বিকাশ কর বলেন, ‘‘বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপির নাটক ততই বাড়ছে।’’ তাঁর দাবি, জনগণ তৃণমূলের সঙ্গে ছিল ও আছে, ভবিষ্যতেও থাকবে।