Advertisement
১৮ মে ২০২৪

বিজেপিতে প্রাক্তন বাম বিধায়ক স্বদেশ

নানা দল থেকে বিজেপি-তে যোগদানের পালা চলছেই। শনিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে নাম লেখালেন খেজুরির প্রাক্তন বাম বিধায়ক স্বদেশ পাত্র। এ দিন কাঁথি-৩ নম্বর ব্লকের নাচিন্দা প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি এক প্রশিক্ষণ শিবির করে। সেখানেই বিজেপিতে যোগ দেন স্বদেশবাবু। সিপিএমের লোকাল কমিটির সদস্য মানিক দাস ও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাসেদ আলি খানও এ দিন বিজেপিতে নাম লিখিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি ও মেদিনীপুর শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০১:৩৭
Share: Save:

নানা দল থেকে বিজেপি-তে যোগদানের পালা চলছেই। শনিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে নাম লেখালেন খেজুরির প্রাক্তন বাম বিধায়ক স্বদেশ পাত্র। এ দিন কাঁথি-৩ নম্বর ব্লকের নাচিন্দা প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি এক প্রশিক্ষণ শিবির করে। সেখানেই বিজেপিতে যোগ দেন স্বদেশবাবু। সিপিএমের লোকাল কমিটির সদস্য মানিক দাস ও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাসেদ আলি খানও এ দিন বিজেপিতে নাম লিখিয়েছেন।

২০০৬-এ বামফ্রন্টের শরিক দল সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভা থেকে জেতেন স্বদেশবাবু। ২০১২ সালে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার পরে অবশ্য এই দলের অনেক নেতার সঙ্গে বামফ্রন্টের দূরত্ব তৈরি হয়। দলীয় বিধায়ক চাঁদ মহম্মদ তৃণমূলে যোগ দেন। এ বার লোকসভা ভোটে সমাজবাদী পার্টি বামফ্রন্টে ছিলও না। এ দিন স্বদেশবাবুর দলবদলের পরে সমাজবাদী পার্টির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক রঞ্জিত মান্না বলেন, “দল-বিরোধী কাজের জন্য স্বদেশ পাত্রকে ১০ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।”বিজেপি-র জেলা সভাপতি সুকুমার দাস বলেন, “এখন তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বিজেপি। তাই মানুষ আমাদের উপরে ভরসা করছেন।”

বিজেপিতে যোগদানের প্রবণতা বাড়ছে পশ্চিম মেদিনীপুরেও। আজ, রবিবার জেলায় আসার কথা দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের। গোপীবল্লভপুর, নয়াগ্রাম, লোধাশুলি এবং খড়্গপুর গ্রামীণ এলাকায় তাঁর কর্মসূচি রয়েছে। তাঁর উপস্থিতিতে বিভিন্ন দল ছেড়ে অনেকে বিজেপিতে যোগ দিতে পারেন। তাঁর মধ্যে প্রভাবশালী নেতা-নেত্রীদের কারও কারও থাকার সম্ভাবনা রয়েছে। বিজেপি-র পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “প্রচুর আবেদন এসেছে। সব খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE