Advertisement
E-Paper

বাজার আগুন, লক্ষ্মী বন্দনায় নাভিশ্বাস

শাড়ি পরানো ছোট প্রতিমার দাম ৩০০ টাকা। আগুন ফলের বাজারেও। আপেল প্রতি কিলোগ্রাম বিকোচ্ছে ৯০- ১০০ টাকায়। আঙুরের দামও কিলোগ্রাম প্রতি ১৫০ টাকা ছুঁয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৪ ০০:১১

শাড়ি পরানো ছোট প্রতিমার দাম ৩০০ টাকা।

আগুন ফলের বাজারেও। আপেল প্রতি কিলোগ্রাম বিকোচ্ছে ৯০- ১০০ টাকায়। আঙুরের দামও কিলোগ্রাম প্রতি ১৫০ টাকা ছুঁয়েছে।

ধনসম্পদের দেবীর বন্দনায় কপালে ভাঁজ বাঙালির। সব্জি থেকে ফুল- ফল, সমস্ত কিছুর দামই যে চড়া! এমনকী ছাঁচের প্রতিমার দামও! অগত্যা পুজোর বাজারে বেরিয়ে লম্বা লিস্টে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন অনেকেই।

পুজোর প্রসাদে বেশ কিছু ফল লাগে। গেল বার পুজোর সময় যে আপেল বিক্রি হয়েছে ৬০- ৭০ টাকায়, এ বার সেই আপেলই বিকোচ্ছে ৯০- ১০০ টাকায়। কলা ২০-৩০ টাকা ডজন (চাপা), ৪০- ৫০ টাকা (কাঁঠালি)। নাসপাতি প্রতি কিলোগ্রাম ৮০-১০০ টাকা। খেজুর ৮০ টাকা প্রতি কিলোগ্রাম। শশা ৪০ টাকা। শাঁখালু ১০০ টাকা। পানিফলও ১০০ টাকা। কমলালেবু এক-একটি ১০ টাকা। মুসুম্বি ২০ টাকায় তিনটে। আনারস ৫০ টাকা। এক- একটি নারকেল বিকোচ্ছে ১৫-৩০ টাকা দরে। ফল বিক্রেতারা অবশ্য জানাচ্ছেন, পুজোর সময় এমনিতেই দাম একটু বাড়ে। এ বার কিছু ফলের আমদানিও কম হয়েছে। ফলে, দাম উর্ধ্বমুখী। মেদিনীপুরের ফল ব্যবসায়ী গোপাল দাস, রণজিত্‌ বিশ্বাসদের কথায়, “সাধারণত, কাশ্মীর থেকেই আপেল আসে। কাশ্মীরে বন্যার জন্য এ বার আপেলের আমদানি কম হয়েছে। ফলে, গেল বারের থেকে এ বার দাম একটু বেড়েছে।”

পুজোর দিনে অনেক বাড়িতেই খিচুড়ি হয়। তরকারির জন্য সব্জিও লাগে। সব্জির বাজারেও যেন আগুন! ২০ টাকার নীচে এক কিলোগ্রাম আলু মেলা ভার। বেগুনের দর ২০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে। ঢেঁড়শ ২০- ৩০ টাকা। ঝিঙের দর ২০ টাকার আশেপাশে। কুমড়োর দরও ২০ টাকার আশেপাশে। এক-একটি বাজারে আবার এক-এক রকম দর। একই সব্জির দাম কোথাও ৫ টাকা কম, কোথাও আবার ৫ টাকা বেশি। কেন? সব্জি ব্যবসায়ীরা জানাচ্ছেন, পাইকারি ব্যবসায়ীরা কী দামে সব্জি বিক্রি করছেন, তার উপরই নির্ভর করে ওই সব্জির দাম খুচরো বাজারে কী হবে। বিভিন্ন বাজারে বিভিন্ন এলাকা থেকে সব্জি আসে। তাই এ ক্ষেত্রে ৪- ৫ টাকার ফারাক হতেই পারে। গড়বেতা, ঘাটাল, দাসপুর প্রভৃতি এলাকা থেকে মেদিনীপুর- খড়্গপুরের বাজারে সব্জি আসে। পাশের পূর্ব মেদিনীপুর থেকেও কিছু সব্জি আসে। সোমবারই লক্ষ্মীপুজোর বাজার করতে বেরিয়ে ছিলেন মেদিনীপুরের বাসিন্দা সাধন দে, আশিস বসুরা। সাধনবাবুর কথায়, “সব্জি থেকে ফল-ফুল, সমস্ত কিছুর দামই তো চড়া! বাড়িতে অনেক দিন ধরেই পুজো হয়ে আসছে। পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে, অথচ ব্যাগ ভরছে না!”

অনেকেই পুজোর এক- দু’দিন আগে প্রতিমা কেনেন। ১০০ টাকার নীচে ছাঁচের ছোট প্রতিমা নেই বললেই চলে। শাড়ি পরানো মাটির ছোট প্রতিমার দাম ৩০০ টাকা। সোমবার মেদিনীপুরের কোতয়ালিবাজার, এলআইসি মোড়, রাজাবাজার প্রভৃতি এলাকায় এই দামে প্রতিমা বিক্রি হয়েছে। অন্যদিকে, এক- একটি গাঁদা ফুলের মালার দাম ৮- ১০ টাকা। রজনীগন্ধা ফুলের মালার দাম ১৫- ২০ টাকা। আকারে যত বড় হবে, দামও তত চড়বে। সবমিলিয়ে, লক্ষ্মী পুজোর আয়োজন করতে গিয়ে এখন হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালি গৃহস্তের।

তবে তারমধ্যেই আজ, মঙ্গলবার ধনদেবীর আরাধনায় মেতে উঠবেন সকলে।

medinipur high price laxmi pujo pujo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy