মেদিনীপুর কলেজের (স্বশাসিত) ১৪৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। মেদিনীপুর কলেজ মাঠেই এই প্রতিযোগিতা হয়। বার্ষিক ক্রীড়া ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উত্সাহ- উদ্দীপনা দেখা দেয়। শিক্ষক- শিক্ষিকাদের জন্য ছিল পৃথক ইভেন্ট। প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য ছিল পৃথক ইভেন্ট। মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপালচন্দ্র বেরা জানান, প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। অধ্যক্ষ বলেন, “প্রচুর ইভেন্ট ছিল। বর্তমান ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রী, কলেজের শিক্ষক- শিক্ষাকর্মীরাও প্রতিযোগিতায় যোগ দেন।’’