Advertisement
E-Paper

মূর্তি উদ্বোধন

কলেজের প্রতিষ্ঠা দিবসে ছয় মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হল। মঙ্গলবার ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের দশম বর্ষের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন কলেজ চত্ত্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ ছ’জন মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুতপা পাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ০১:১৯

কলেজের প্রতিষ্ঠা দিবসে ছয় মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হল। মঙ্গলবার ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের দশম বর্ষের প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন কলেজ চত্ত্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ ছ’জন মনীষীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুতপা পাল। এই মূর্তিগুলি কলেজের সভাপতি প্রদীপ কর কলেজকে দান করেছেন বলে জানা গিয়েছে। কলেজ গেটের বাইরে সাংসদ দীপক অধিকারীর বরাদ্দকৃত প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয়। ছিলেন যুগ্ম বিডিও সুপ্রীতি সরকার, জেলা পরিষদ সদস্য বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রমুখ। এ দিন প্রতিষ্ঠা দিবসের ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১৪জন কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতি প্রদীপ কর বলেন, “কলেজের শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চত্ত্বর সাজাতে চাইছি আমরা।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy