Advertisement
E-Paper

মদনকে ধরার প্রতিবাদে পথে নামল শাসকদল

সারদা-কাণ্ডে মদন মিত্রের গ্রেফতারের প্রতিবাদে রবিবার ফের পথে নামল শাসকদল। রবিবার কাঁথিতে তৃণমূলের পক্ষ থেকে বিকেল চারটে নাগাদ অবরোধ করা হয় দিঘা-কলকাতা সড়ক। অবরোধে নেতৃত্ব দেন যুব তৃণমূল কংগ্রেসের মহকুমা আহ্বায়ক কল্লোল ঘোষ, মহেশ সুর, সুরজিত্‌ নায়ক, নিতাই দাস প্রমুখ। মিনিট ৪৫ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধ তুলে দিলেও যানজটে নাকাল হন দিঘা ফেরত পযর্টক-সহ নিত্যযাত্রীরা। অন্য দিকে, রামনগরেও তৃণমূলের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০১:৪৮
হলদিয়া সিটি সেন্টার থেকে পুরসভা পর্যন্ত তৃণমূল যুবার মিছিল রবিবার।

হলদিয়া সিটি সেন্টার থেকে পুরসভা পর্যন্ত তৃণমূল যুবার মিছিল রবিবার।

সারদা-কাণ্ডে মদন মিত্রের গ্রেফতারের প্রতিবাদে রবিবার ফের পথে নামল শাসকদল। রবিবার কাঁথিতে তৃণমূলের পক্ষ থেকে বিকেল চারটে নাগাদ অবরোধ করা হয় দিঘা-কলকাতা সড়ক। অবরোধে নেতৃত্ব দেন যুব তৃণমূল কংগ্রেসের মহকুমা আহ্বায়ক কল্লোল ঘোষ, মহেশ সুর, সুরজিত্‌ নায়ক, নিতাই দাস প্রমুখ। মিনিট ৪৫ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধ তুলে দিলেও যানজটে নাকাল হন দিঘা ফেরত পযর্টক-সহ নিত্যযাত্রীরা। অন্য দিকে, রামনগরেও তৃণমূলের পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয়। হাজির ছিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার ও পূর্ত কর্মাধ্যক্ষ খালেক কাজি প্রমুখ।

আবার সারদাকাণ্ডে বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার বিকেলে কাঁথিতে মিছিল করল সিপিএম। মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের প্রাক্তন কারিগরী শিক্ষামন্ত্রী চক্রধর মেইকাপ, হরপ্রসাদ ত্রিপাঠী, প্রণব পণ্ডা, বসন্ত ঘোড়ই প্রমুখ।

অন্য দিকে, শনিবার দুই মেদিনীপুরেই পথে নেমেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। শনিবার পশ্চিম মেদিনীপুরে প্রধান প্রতিবাদ কর্মসূচিটি হয় জেলার সদর শহর মেদিনীপুরে। বিকেল চারটে নাগাদ বিদ্যাসাগর হলের সামনে থেকে মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে। পুরোভাগে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা চেয়ারম্যান মৃগেন মাইতি। মিছিল থেকে স্লোগান ওঠে, “রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে কেন জবাব চাই, জবাব দাও।” জেলার প্রতিটি ব্লক এবং পুর-এলাকাতেই এ দিন তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়েছে। দীনেনবাবুর দ াবি, “এ দিন জেলার প্রায় দেড় লক্ষ কর্মী পথে নেমেছেন।” অন্য দিকে, মেদিনীপুরে এ দিন বামেদেরও মিছিল বেরোয়। মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে সারদা কাণ্ডে জেরা করার দাবি জানানো হয়। সারদা-কাণ্ডে মমতাকে গ্রেফতারের দাবি এ দিন মিছিল করে কংগ্রেসও।


হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে পথ অবরোধ কংগ্রেসের।

মদন মিত্রের গ্রেফতারের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে হলদিয়া-মেচেদা ৩১ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিকেল চারটে থেকে আধঘণ্টার এই অবরোধে নেতৃত্ব দেন তমলুক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ জালালুদ্দিন। আবার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে পাঁশকুড়ায় মেচগ্রামে ৬ নম্বর জাতীয় সড়ক ও ঘাটাল-পাঁশকুড়া সড়কের সংযোগস্থলে অবরোধ করা হয়। নন্দীগ্রাম থানামোড় থেকে দু’কিলোমিটর পথে মিছিল করেন ব্লক তৃণমূল সভাপতি মেঘনাদ পাল, জেলা পরিষদের সহ-সভাধিপতি শেখ সুফিয়ান, নন্দীগ্রাম পঞ্চায়েত সমতির সভাপতি আবু তাহের-সহ দলের প্রায় আড়াইশো সমর্থক।

মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিতে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক অবরোধ করে জেলা কংগ্রেস নেতৃত্ব। শহরের মানিকতলায় এই সড়ক অবরোধে নামেন দলের প্রায় জনা পঞ্চায়েক কর্ম-সমর্থক। অবরোধে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা শিবাজী গঙ্গোপাধ্যায়, মৃণাল পাল, সন্দীপ সামন্ত প্রমুখ। হলদিয়ার সুতাহাটার ঢেকুয়াতে চৈতন্যপুর-কঁুকরাহাটি সড়ক অবরোধ করেন কংগ্রেস নেতারা। মুখ্যমন্ত্রীকে জেরা ও অভিযুক্তদের গ্রেফতারের তমলুক শহরের জেলখানা মোড়, পাঁশকুড়ার রাতুলিয়া ও পুরুষোত্তমপুর বাজার ও নন্দকুমারের খঞ্চিতে সিপিএমের তরফে পথসভা করা হয়।

—নিজস্ব চিত্র।

madan mitra arrest blockade tmc haldia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy