Advertisement
E-Paper

যুব দিবস পালনে সামিল ডান-বাম, উদ্যাপন স্কুলেও

সোমবার ছিল বিবেকানন্দের ১৫৩তম জন্মদিবস। প্রতিবারের মতো এ বারও যুব দিবস হিসেবে দিনটি পালিত হল। দিনটি পালন করে ডান-বাম সবপক্ষই। দিনভর নানা কর্মসূচি হয়েছে। ডিওয়াইএফের উদ্যোগে এ দিন সভা হয় মেদিনীপুর কলেজের সভাগৃহে। ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চক্রবর্তী, ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ, প্রাক্তন জেলা সম্পাদক কমল পলমলেরা। সভার বিষয় ছিল, ‘ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িকতা’।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৫ ০১:১৭
বিবেকানন্দের জন্মদিবসে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা। সোমবার মেদিনীপুর শহরে। —নিজস্ব চিত্র।

বিবেকানন্দের জন্মদিবসে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা। সোমবার মেদিনীপুর শহরে। —নিজস্ব চিত্র।

সোমবার ছিল বিবেকানন্দের ১৫৩তম জন্মদিবস। প্রতিবারের মতো এ বারও যুব দিবস হিসেবে দিনটি পালিত হল। দিনটি পালন করে ডান-বাম সবপক্ষই। দিনভর নানা কর্মসূচি হয়েছে।

ডিওয়াইএফের উদ্যোগে এ দিন সভা হয় মেদিনীপুর কলেজের সভাগৃহে। ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল চক্রবর্তী, ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ, প্রাক্তন জেলা সম্পাদক কমল পলমলেরা। সভার বিষয় ছিল, ‘ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িকতা’। বিবেকানন্দের বাণী স্মরণ করেই এগোনোর পরামর্শ দেন সিপিএমের যুব নেতৃত্ব।

বিজেপি-ও বিবেকানন্দের জন্মদিবস দিবস পালন করে। শহরে আলোচনা সভা হয়। বিজেপির মেদিনীপুর শহর কমিটির উদ্যোগে আয়োজিত সভায় ছিলেন দলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার, বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় প্রমুখ। তুষারবাবু বলেন, “জেলার বিভিন্ন এলাকায় দলের কর্মী-সমর্থকেরা দিনটি পালন করেছেন। যুব দিবস উপলক্ষে নানা কর্মসূচিও হয়েছে।”

তৃণমূলের পক্ষ থেকেও জন্মদিবস পালন করা হয়। বটতলাচকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। ছিলেন দলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি আশিস চক্রবর্তী প্রমুখ। বিভিন্ন সংস্থা-সংগঠনও দিনটি পালন করে। কোথাও পদযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কোথাও পাঠ্যসামগ্রী বিতরণ হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দিনটি পালন করা হয়। বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন থানায় কর্মসূচি হয়। মেদিনীপুর শহরে পথচলতি শিশুদের মধ্যে চকোলেট বিতরণ করা হয়। খুকুড়দহ আইসিএমএম হাইস্কুলের উদ্যোগে এ দিন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা হয়। এনসেফ্যালাইটিস নিয়ে আলোচনা হয়। স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগেই এই কর্মসূচি।

বিবেকানন্দের জন্মজয়ন্তী ঘিরে উদ্দীপনা দেখা দিল রেলশহরেও। বিভিন্ন এলাকায় সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষে নানা ভাবে দিনটি পালিত হয়। পুরসভার পক্ষ থেকে কৌশল্যার বিবেকানন্দ মূর্তির পাদদেশে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিবেকানন্দ জন্মজয়ন্তী কমিটির সহযোগিতায় ওই অনুষ্ঠানটি হয় উপস্থিত ছিলেন, মহকুমাশাসক সঞ্জয় ভট্টাচার্য, পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা পরে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এর পরেই এ দিন শহরের ২৫নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কৌশল্যায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় এলাকার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাসচৌধুরীর পরিচালনায় পালিত বিবেকানন্দের জন্মদিবসের ওই অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা কৌশল্যা এলাকা পরিভ্রমণ করে আবার এ দিনই বিজেপিও বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে শহরের ৭, ১৫ ও ২৬নম্বর ওয়ার্ডে তিনটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রভাকর তিওয়ারি, শহর বিজেপির সভাপতি প্রেমচন্দ ঝাঁ প্রমুখ এ দিনই শহরের ১৭নম্বর ওয়ার্ডের ছত্তিসপাড়ায় বিবেকানন্দ সামাজিক উন্নয়ণ সমিতির পক্ষ থেকে বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

midnapore youth day racing competition vivekananda's birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy