Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিশুর মুণ্ড কাটায় অভিযুক্ত বাবা ধৃত

স্ত্রী-র সঙ্গে অশান্তির জেরে দেড় বছরের শিশুপুত্রের ধড়-মুণ্ড আলাদা করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। সেই ঘটনার এক সপ্তাহ পর বিশ্বজিৎ রাণা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। শনিবার বিকেলে খড়্গপুর-১ ব্লকের সালুয়া ঘেঁষা ডিমৌলির জঙ্গল এলাকা থেকে বিশ্বজিৎকে ধরা হয়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৪ ০০:৪২
Share: Save:

স্ত্রী-র সঙ্গে অশান্তির জেরে দেড় বছরের শিশুপুত্রের ধড়-মুণ্ড আলাদা করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাবার বিরুদ্ধে। সেই ঘটনার এক সপ্তাহ পর বিশ্বজিৎ রাণা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। শনিবার বিকেলে খড়্গপুর-১ ব্লকের সালুয়া ঘেঁষা ডিমৌলির জঙ্গল এলাকা থেকে বিশ্বজিৎকে ধরা হয়। ধৃতকে রবিবার মেদিনীপুর আদালতে হাজির করানো হলে বিচারক দু’দিনের পুলিশ হেফজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বিশ্বজিৎকে জেরা করে মিলেছে শিশুর মুণ্ডটিও।

গত ১৯ ডিসেম্বর খড়্গপুর শহরের নিমপুরা চুনাবস্তির বাসিন্দা বিশ্বজিৎ ছোট ছেলে বিকাশকে নিয়ে ঘর ছেড়েছিল। ২০ ডিসেম্বর ভোরে বাড়ির অদূরেই আর্য বিদ্যাপীঠের মাঠে উদ্ধার হয় বিকাশের মুণ্ডহীন দেহ। বিশ্বজিতের স্ত্রী বর্ণিতা রাণার অভিযোগ ছিল, নেশার টাকা না মেলায় ছোট ছেলেকে মেরে ফেলেছে তাঁর স্বামী। বর্ণিতার অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল বিশ্বজিৎ। তবে জেলা পুলিশের পক্ষ থেকে টাউন থানার এই মামলায় ৩১ ডিসেম্বরের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎকে পাকড়াও করতে বিভিন্ন এলাকার সিভিল ভলেন্টিয়রদের হাতে ছবি তুলে দেওয়া হয়েছিল। শনিবার দুপুরে ডিমৌলি এলাকায় বিশ্বজিৎকে দেখে চিনতে পারেন এক সিভিল ভলেন্টিয়র। এরপরই টাউন থানার পুলিশ গিয়ে এলাকার জঙ্গলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেফতার করে বিশ্বজিৎকে। পুলিশ জানিয়েছে, জেরায় বিশ্বজিৎ ছোট ছেলেকে খুনের কথা স্বীকার করেছে। স্ত্রীর প্রতি আক্রোশেই যে সে এই কাণ্ড করেছে তাও পুলিশকে জানিয়েছে।

বিশ্বজিতের কথামতোই আর্য বিদ্যাপীঠ স্কুলের কাছেই পরিত্যক্ত গ্যারাজ থেকে মেলে শিশুটির কাটা মুণ্ডটিও। টাউন পুলিশের অনুমান, শিশুটিকে খুন করার পরে দেহটি মাঠের এক কোণে ফেলে দিয়ে পালিয়েছিল বিশ্বজিৎ। তবে গোটা ঘটনার পুনর্নিমাণ করতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালাবে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kharagpur arrest father
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE