Advertisement
১১ মে ২০২৪

শাশুড়িকে কুপিয়ে খুন, চন্দ্রকোনায় ধৃত জামাই

শাশুড়িকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম মালতি সরেন (৪৫)। রবিবার সন্ধ্যায় চন্দ্রকোনা রোডের ওড়গোঁজায় ওই ঘটনার পরে রাতেই মালতিদেবীর ছেলে রণজিৎ পুলিশে জামাইবাবু বাবলু সরেনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় বাবলুকে। সোমবার গড়বেতা আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠায়।

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৫
Share: Save:

শাশুড়িকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম মালতি সরেন (৪৫)। রবিবার সন্ধ্যায় চন্দ্রকোনা রোডের ওড়গোঁজায় ওই ঘটনার পরে রাতেই মালতিদেবীর ছেলে রণজিৎ পুলিশে জামাইবাবু বাবলু সরেনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় বাবলুকে। সোমবার গড়বেতা আদালত তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠায়।

দিন কয়েক মালতিদেবীর মেয়ে পুতুল সরেন গোয়ালতোড়ের পিংবনি গ্রামের শ্বশুরবাড়ি থেকে চন্দ্রকোনার বাপের বাড়িতে আসেন। গত শনিবার জামাই বাবলুও চন্দ্রকোনায় আসেন। অভিযোগ, বাবলু রবিবারই স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চান। মালতিদেবী মেয়ে-জামাইকে আরও একদিন থেকে যেতে বলেন। তা মানতে চাননি বাবলু। এই নিয়ে শাশুড়ি ও জামাইয়ে বচসা শুরু হয়। শ্বশুর ও বাড়ির অন্যরা জামাইকে বোঝানোর চেষ্টা করেন। াড়ি থেকে বেরিয়ে যান বাবলু।

পুলিশ সূত্রে খবর, ফের সন্ধ্যায় শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার জোরাজুরি করেন বাবলু। তখনও শাশুড়ি তাঁদের থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। আর তা নিয়েই চিৎকার শুরু করেন বাবলু। পরে আচমকা রান্নাঘর থেকে বঁটি এনে স্ত্রী-শ্বশুর-সহ সকলের সামনেই বাবলু শাশুড়ির মাথায় ও গলায় কোপ মারতে শুরু করেন বলে অভিযোগ। শ্বশুরবাড়ির লোকেরা বাধা দিতে গেলে তাঁদেরও ঠেলে সরিয়ে দেন বাবলু। ঘটনা ঘটিয়েই পালাবার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু প্রতিবেশীরা বাবলুকে ধরে ফেলে। রক্তাত্ত অবস্থায় মালতিদেবীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, বাবলু মদ্যপ অবস্থায় ছিলেন। বঁটির কোপে মালতিদেবীর অনেক রক্তক্ষরণও হয়েছে। অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chandrakona murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE