Advertisement
১৯ মে ২০২৪

সাতটি রাস্তা সংস্কারে বরাদ্দ ২৭ কোটি

কোথাও পাকা রাস্তা মেরামতির অভাবে বেহাল হয়ে রয়েছে, আবার কোথাও যাতায়াতের ভরসা এখনও মোরাম রাস্তা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার এরকম সাতটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করার জন্য প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ওই রাস্তাগুলি মেরামতি বা পাকা করার কাজ শুরুর জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৬
Share: Save:

কোথাও পাকা রাস্তা মেরামতির অভাবে বেহাল হয়ে রয়েছে, আবার কোথাও যাতায়াতের ভরসা এখনও মোরাম রাস্তা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার এরকম সাতটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করার জন্য প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ওই রাস্তাগুলি মেরামতি বা পাকা করার কাজ শুরুর জন্য ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা।

সোমনাথবাবু জানান, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল (আরআইডিএফ-১৯) প্রকল্পে এই পাকা রাস্তা তৈরির জন্য নাবার্ড ( জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক) ঋণ মঞ্জুর করেছে। পুজোর পরেই ওইসব রাস্তাগুলি পাকার কাজ শুরু হবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, যে সাতটি রাস্তার উন্নতির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে তাঁর মধ্যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছে এগরা-২ ব্লকের ভবানীচক থেকে পাহাড়পুর রাস্তা। বেশ কয়েক বছর আগে ওই রাস্তাটি পাকা করা হয়। প্রায় আট কিলোমিটার দীর্ঘ ওই রাস্তাটির উপর বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা নির্ভরশীল। কিন্তু বর্তমানে ওই রাস্তার বেশির ভাগ অংশের জীর্ণদশা। বর্ষায় বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই রাস্তাটি মেরামতির জন্য ৬ কোটি ৪৪ লক্ষ ৩২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ওই রাস্তা মেরামতির জন্য অর্থ বরাদ্দ করার পাশাপাশি জেলার আরও ছ’টি মোরাম রাস্তা পাকা করার জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভগবানপুর-১ ব্লকের দেড়িয়াদিঘি থেকে বাড়ভগবানপুর রাস্তা। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই মোরাম রাস্তাটি পাকা করার জন্য বরাদ্দ হয়েছে ৫ কোটি ৬৮ লক্ষ টাকা।

পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল থেকে জোবদা হাইস্কুলে হয়ে নেকুড়সনি হাইস্কুল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার মোরাম রাস্তা পাকা করার জন্য বরাদ্দ করা হয়েছে ৪ কোটি ১৭ লক্ষ ১০ হাজার টাকা। খেজুরি-২ ব্লকের বামুনচক থেকে তুলাঘাটা মোরাম রাস্তা ও চণ্ডীপুর বাজার থেকে বাবুইয়া পর্যন্ত মোরাম রাস্তা পাকা করার জন্য বরাদ্দ করা হয়েছে যথাক্রমে ৩ কোটি ৪১ লক্ষ ২৭ হাজার টাকা ও ৩ কোটি ৩৮ লক্ষ ৩৬ হাজার টাকা। পাশাপাশি, হলদিয়া ব্লকের দ্বারিবেড়িয়া কালীমন্দির থেকে থেকে কেশবপুর পর্যন্ত মোরাম রাস্তা পাকা করার জন্য ২ কোটি ৯ লক্ষ ৮৯ হাজার টাকা ও ভগবানপুর -২ ব্লকের পদ্মতামলি হরিজনপল্লি থেকে বড়বড়িয়া পর্যন্ত মোরাম রাস্তা পাকার জন্য ১ কোটি ৯৮ লক্ষ ৯৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

road renovation allocated 27 crore tamluk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE