Advertisement
১৮ এপ্রিল ২০২৪

হলদিয়ার গ্রিন বেল্ট খাল সংস্কারের উদ্যোগ

হলদিয়ার গ্রিন বেল্ট খাল সংস্কারে উদ্যোগী হল আইওসির হলদিয়া রিফাইনারি। আইওসি হলদিয়া রিফাইনারির পাশ দিয়ে যাওয়া এই খালের দু’কিলোমিটার পর্যন্ত সংস্কার করবে ওই সংস্থা। বাকি প্রায় সাড়ে চার কিলোমিটার খাল সংস্কার করবে হলদিয়া পুরসভা। দু’কিলোমিটার খাল সংস্কারের জন্য ৫ কোটি টাকা আগেই বরাদ্দ করা হয়েছে। সেই টেন্ডার প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। শনিবার আইওসির হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর এ সি মিশ্র গ্রিন বেল্ট খালের সংস্কার কাজের উদ্বোধন করেন।

দ্রুতই শুরু হবে খানের সংস্কার কাজ। ছবি:আরিফ ইকবাল খান।

দ্রুতই শুরু হবে খানের সংস্কার কাজ। ছবি:আরিফ ইকবাল খান।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৪ ০০:২৪
Share: Save:

হলদিয়ার গ্রিন বেল্ট খাল সংস্কারে উদ্যোগী হল আইওসির হলদিয়া রিফাইনারি। আইওসি হলদিয়া রিফাইনারির পাশ দিয়ে যাওয়া এই খালের দু’কিলোমিটার পর্যন্ত সংস্কার করবে ওই সংস্থা। বাকি প্রায় সাড়ে চার কিলোমিটার খাল সংস্কার করবে হলদিয়া পুরসভা। দু’কিলোমিটার খাল সংস্কারের জন্য ৫ কোটি টাকা আগেই বরাদ্দ করা হয়েছে। সেই টেন্ডার প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। শনিবার আইওসির হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর এ সি মিশ্র গ্রিন বেল্ট খালের সংস্কার কাজের উদ্বোধন করেন।

আইওসির হলদিয়া রিফাইনারির কাছে হুগলি নদীর মুখ থেকে হলদিয়ার পাতিখালিতে হুগলী নদীর মুখ পর্যন্ত গ্রিন বেল্ট খাল রয়েছে। এর দৈঘ্য লম্বায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার। গ্রিন বেল্ট খালের দু’দিকের মুখ হুগলির নদীর দুই মুখে পড়েছে। খালের পাশে আইওসির হলদিয়া রিফাইনারি-সহ বেশ কয়েকটি শিল্প কারখানা রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খালটি মজে গিয়েছে। তাছাড়াও খাল সংস্কার না হওয়ায় দূষণ ছড়াচ্ছে বলেও অভিযোগ। অবশেষে খাল সংস্কারে উদ্যোগী হয়েছেন আইওসির হলদিয়া রিফাইনারি কর্তৃপক্ষ।

আই সির হলদিয়া রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর এ সি মিশ্র রবিবার দুপুরে জানান, ৫ কোটি টাকা খরচ করে হুগলি নদীর মুখ থেকে আইওসির হলদিয়া রিফাইনারির গেট পর্যন্ত খালের প্রায় দু কিলোমিটার অংশ সংস্কার করা হবে। তিনি বলেন, “খালের বাকি অংশ হলদিয়া পুরসভা সংস্কার করবে। তবে আইওসি যে দু’কিলোমিটার অংশের খরচের এক তৃতীয়ংশ করে টাকা যাতে হলদিয়া উন্নয়ন সংস্থা এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষ দেয় আমরা তার জন্য আমরা অনুরোধ করেছি।” হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল বলেন, “ক্যানালের দু’কিলোমিটার ছাড়া পুরোটাই করতে হলদিয়া পুরসভার প্রায় ১০ কোটি টাকা করচ হবে। শীঘ্রই কাজ শুরু হবে।

আর এইচডিএর চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বলেন, “আইওসির এক্সিকিউটিভ ডিরেক্টর, এইচডিএর সদস্য। এ বিষয়ে প্রস্তাব পেলে অবশ্যই আলোচনা করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE