Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Duare Sarkar

‘দুয়ারে সরকার’এ নাম লিখিয়েছেন এক কোটিরও বেশি, টুইট মমতার

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না’।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৩:৩০
Share: Save:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে মাত্র দু’সপ্তাহের মধ্যেই এক কোটিরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। শনিবার তিনটি টুইটে এ কথা জানিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রথম টুইটে মমতা লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধাগুলি পাওয়ার জন্য মাত্র দু’সপ্তাহে বাংলার ১ কোটির বেশি মানুষ ১০ হাজার সরকারি পরিষেবা শিবিরে গিয়েছেন’।

দ্বিতীয় টুইটে তাঁর মন্তব্য, ‘আমি পশ্চিমবঙ্গ সরকারের সব আধিকারিক, কর্মী এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাঁরা এই সময় ধরে প্রতি দিন ২৪ ঘণ্টা শিবিরগুলি পরিচালনায় সময় দিয়েছেন। শিবিরগুলির পরিদর্শক এবং সরকারি পরিষেবা গ্রহণকারীদেরও আমার অভিনন্দন’।

তৃতীয় তথা শেষ টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি এটুকু আশ্বাস দিচ্ছি। বাংলার মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনও গাফিলতি করব না’।

গত ১ ডিসেম্বর থেকে রাজ্যের সব জেলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়েছে। শিবিরগুলিতে জাতিগত শংসাপত্রের বিতরণ, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্তিকরণ-সহ নানা সরকারি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: অমিতের সভায় যোগ দিতে মেদিনীপুরের পথে দুর্গাপুরের ‘দাদার অনুগামী’রা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE