Advertisement
E-Paper

নবান্ন অভিযানের মিছিলে জখম নির্যাতিতার মা! কপাল ফুলেছে, ভেঙেছে শাঁখা, তাঁর অভিযোগ, পুলিশ যথেচ্ছ লাঠিপেটা করেছে

শনিবার নির্যাতিতার মা-বাবাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দিয়েছে বিজেপি। ধর্মতলা থেকে যে মিছিলটি নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিল, সেই মিছিলে ছিলেন নির্যাতিতার মা-বাবা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৪:০৬
নবান্ন অভিযানের মিছিলের সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে কলকাতা পুলিশ।

নবান্ন অভিযানের মিছিলের সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে কলকাতা পুলিশ। ছবি: সংগৃহীত।

নবান্ন অভিযানের মিছিলে গিয়ে জখম হলেন আরজি করের নির্যাতিতার মা। তাঁর অভিযোগ, মহিলা পুলিশের লাঠির আঘাতে তাঁর কপাল ফুলেছে। ভেঙেছে হাতের শাঁখাও।

শনিবার নির্যাতিতার মা-বাবাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে তাতে যোগ দেয় বিজেপি। ধর্মতলা থেকে যে মিছিলটি নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিল, সেই মিছিলে ছিলেন নির্যাতিতার মা-বাবা। বেলা ১২টা নাগাদ মিছিল পার্কস্ট্রিট হয়ে নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু পার্কস্ট্রিট মোড়েই মিছিল আটকে দেয় পুলিশ। তার কিছু ক্ষণ পরেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সেই সময়েই নির্যাতিতার মা আঘাত পান বলে দাবি। অভিযোগ, ধস্তাধস্তির সময় মহিলা পুলিশকর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে চোট লাগে। কপাল ফুলেও গিয়েছে। ভেঙেছে তাঁর হাতের শাঁখাও।

পার্কস্ট্রিট মোড়ে ধস্তাধস্তির ঘটনার পর নির্ধারিত পথ ধরেই হাঁটা দেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের সঙ্গে আরও জনাতিরিশেক লোক রয়েছেন। রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কৌস্তুভ বাগচী এবং প্রীতম দত্ত। তাঁরা রেসকোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর র‌্যাম্পের দিকে এগোচ্ছেন। কিন্তু মূল মিছিল এখনও পার্কস্ট্রিট মোড়েই আটকে রয়েছে।

অভিযোগ, নির্যাতিতার মা-বাবা রেসকোর্সের পাশ দিয়ে এগোনোর সময় আবার তাঁদের পথ আটকায় পুলিশ। সেখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রথমে গ্রিল। তার পরে শালবল্লার কাঠামো। তার পরে বাঁশের ব‍্যারিকেড।

ধর্মতলা থেকে মিছিল শুরু হওয়ার আগে সেখানে পৌঁছেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, ‘‘আমরা যে গাড়ি করে আসছিলাম, তার নম্বর সব জায়গা দেওয়া হয়েছে। আমাদের গাড়ি বার বার আটকানো হয়েছে। বলতে গেলে পুলিশের সঙ্গে লুকোচুরি করে এখানে পৌঁছেছি। হাই কোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে। তার পরেও বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ।’’

শুভেন্দু ধর্মতলার মিছিলে পৌঁছেছিলেন পৌনে ১২টা নাগাদ। তার আগে বিধানসভা থেকে বেরোনোর সময় বিরোধী দলনেতা বলেছিলেন, ‘‘আমরা কোনও সংঘাতে জড়াব না।’’ পুলিশি তৎপরতা নিয়েও সরব হয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, ‘‘পুলিশের এত ব্যারিকেড দেওয়ার কী প্রয়োজন?’’ শুভেন্দুর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি।’’ আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষের বিষয়ে শুভেন্দু বলেন, ‘‘হাই কোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। যদি তদন্ত নিয়ে কোনও অভিযোগ থাকে তবে তা আদালতে জানাতে পারেন।’’

Nabanna Abhijan for R G kar protest RG Kar Protest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy