Advertisement
২৬ এপ্রিল ২০২৪
mukul roy

Mukul Roy: বীজপুর, নাগপুর হয়ে এ বার ভবানীপুরে, মুকুলের ‘ঘর ওয়াপসি’ নিয়ে কটাক্ষ অধীরের

অধীর বলেন, ‘‘দিদিকে উচ্ছেদ করার প্রতিজ্ঞা নিয়ে দল ছেড়েছিলেন। আবার সেই দিদির কাছেই ফিরলেন মুকুল।’’

তৃণমূলে ফেরা মুকুলকে কটাক্ষ অধীরের।

তৃণমূলে ফেরা মুকুলকে কটাক্ষ অধীরের। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৯:৫৭
Share: Save:

মান-অভিমান পর্ব শেষ। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাতে চনমনে জোড়াফুল শিবির। কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে আদর্শগত বিরোধ থাকলেও, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে নাম লেখানো মুকুল রায়কে তীব্র কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর কথায়, ‘‘বর্তমানে যা চলছে, তাতে ট্র্যাকিং মেশিন রাখতে হবে সঙ্গে। কখন কে কোথায় যাচ্ছে, তবেই বোঝা সম্ভব হবে।’’
বিজেপি-তে ৩ বছর ৯ মাস কাটিয়ে শুক্রবার ফের জোড়াফুল পতাকা হাতে তুলে নিয়েছেন মুকুল। তৃণমূলে ফিরেছেন তাঁর ছেলে শুভ্রাংশুও। স্রোতের অভিমুখ বুঝে রাজনীতিকদের এই আসা-যাওয়া নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে সমাজের সব স্তরেই।
অধীরও এর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘মুকুল রায় প্রথমে ছিলেন বীজপুরে। তার পর গেলেন নাগপুরে। সেখান থেকে ঘুরে এখন ভবানীপুরে। দিদিকে উচ্ছেদ করার প্রতিজ্ঞা নিয়ে দল ছেড়েছিলেন। আবার সেই দিদির কাছেই ফিরলেন।’’

তৃণমূল এবং বিজেপি-র বিরুদ্ধে নেমেই নীলবাড়ির লড়াইয়ে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। তবে অধীরের বক্তব্য, ‘‘কংগ্রেস নিজের কাজ নিজে করবে। বিজেপি-র সঙ্গে কংগ্রেসের লড়াই আজকের নয়, বহু পুরনো। সেই লড়াই ছিল, আছে এবং থাকবে। তৃণমূল এবং বিজেপি কর্মীদের দলত্যাগের খেলায় কংগ্রেসে কোনও প্রভাব পড়বে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE