Advertisement
E-Paper

আগামী ৩ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা হল রাজ্যে, বিজ্ঞপ্তি প্রকাশ করে কী জানাল নবান্ন?

রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকার পোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৯:১৯
Nabanna announces holiday on Karam Puja on 3 September 2025

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকার, পুরসভা-পঞ্চায়েত-সহ সরকারপোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। ‘সৌজন্যে, ‘করম পুজো’। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর ‘করম পুজো’ উপলক্ষে সমস্ত সরকারি দফতর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকারপোষিত বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এমনকি, ছুটি পাবেন চা-বাগানের আদিবাসী (জনজাতি) জনগোষ্ঠীর কর্মীরাও। তবে খোলা থাকবে কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিয়োরেন্স’ এবং ‘কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ’–এর দফতর।

কলকাতা বা শহরাঞ্চলে করম পুজো বিশেষ দেখা যায় না। অথচ রাজ্যের বড় অংশেই করম পুজো পালিত হয়। মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব। করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় উৎসব। কোথাও কোথাও মেলাও বসে করম পুজো উপলক্ষে। জনজাতি জনগোষ্ঠীর নাগরিকদের বড় উৎসব এই করম পুজো বা করম পরব। ২০২৩ সালে প্রথম এই উৎসবে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Karam Parab Karam Festival Nabanna Holiday Government of West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy