উড়ো ফোনে আসছে খুনের হুমকি। বার বার অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোন করে তাঁকে শাসাচ্ছেন। এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অসীম সরকার।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অসীম চাকদহ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি দুটি ফোন নম্বর দিয়ে জানিয়েছেন, ক্রমাগত তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকির কারণ হিসাবে হরিণঘাটার বিধায়ক নিজেই বলেছেন, তাঁর একটি বক্তব্যের অপব্যাখ্যা করে সমাজমাধ্যমে বেশ কিছু পোস্ট করা হয়েছে। ‘মৌলবাদী লোকজন’ তাঁকে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ওই বিধায়ক।
পুলিশের কাছে লিখিত অভিযোগে অসীম জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বেনাপোল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ করেছিলেন তিনি। তাঁর সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন কিছু মানুষ। পুরো বক্তব্যের ভিডিয়ো থেকে একটি অংশ কেটে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার পর থেকেই নিয়মিক তিনি খুনের হুমকি পাচ্ছিলেন। শুক্রবার রাত ৮টা নাগাদ নির্দিষ্ট দুটি অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। ধরার পরতেই পুরুষ কণ্ঠ ভেসে আসে। শুরুতেই তিনি কদর্য শব্দ ব্যবহার করেন। গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেন বিধায়ককে।
আরও পড়ুন:
অসীম জানিয়েছেন, তিনি ওই ব্যক্তির পরিচয় জানতে চেয়েছিলেন।তখন আবার তাঁকে খুনের হুমকি দিয়ে ফোন রেখে দেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি। এর পর রাত ৮টা ৪০ মিনিটে আবার ফোন করে হুমকি দেওয়া হয় তাঁকে। এ বার অন্য নম্বর থেকে ফোন এসেছিল।
শনিবার বিজেপি বিধায়ক অসীম বলেন, ‘‘একটি নির্দিষ্ট ধর্মগ্রন্থ সংক্রান্ত কিছু যুক্তিপূর্ণ এবং তথ্যসমৃদ্ধ কথা বলেছিলাম। বক্তব্য নিয়ে অবশ্যই কারও আপত্তি থাকতে পারে। তার জন্য আইন-আদালত আছে। এ ভাবে খুনের হুমকি দেওয়ার পিছনে নির্দিষ্ট কোনও চক্র কাজ করছে বলেই মনে হচ্ছে। আমি লিখিত অভিযোগ করেছি। পুলিশ ব্যবস্থা নিক।’’