Advertisement
E-Paper

শ্রমশ্রী প্রকল্পের আবদেনপত্রে বিশেষ নির্দেশ নবান্নের,আবেদন খতিয়ে দেখতে বিশেষ নজর জেলাস্তরের আধিকারিকদের

গত বৃহস্পতিবার থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে শ্রম দফতরের প্রতিনিধিরা যেমন আবেদনপত্র নেওয়ার কাজ করছেন, তেমনই পৃথক ভাবেও শ্রম দফতরের নিচুতলার আধিকারিকেরা সেই কাজ শুরু করছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৪:৩৯
Nabanna pays special attention to Shramashree project application form

—ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রীর নির্দেশে অফলাইনে শ্রমশ্রী প্রকল্পে আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে শ্রম দফতরের প্রতিনিধিরা যেমন আবেদনপত্র নেওয়ার কাজ করছেন, তেমনই পৃথক ভাবেও শ্রম দফতরের নিচুতলার আধিকারিকেরা সেই কাজ শুরু করছেন। চলতি সপ্তাহে পোর্টাল চালু হয়ে গেলে পুরোদমে রাজ্য জুড়েই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার কাজ গতি পাবে বলে মনে করা হচ্ছে।

এ ক্ষেত্রে একটি বিশেষ নজরদারির কথা বলা হচ্ছে শ্রম দফতর সূত্রে। কারণ, সব আবেদনপত্রের সঙ্গে একটি নথি দিতে বলা হয়েছে। ভিন্‌রাজ্যে যেখানে তাঁরা কাজ করছেন, সেখানে কাজ করার প্রমাণ আবেদনপত্রের সঙ্গে দিতে বলা হয়েছে। যদিও আবেদনপত্রের সঙ্গে এই নথিটি দেওয়া বাধ্যতামূলক বিষয় নয় বলেই জানিয়েছে শ্রম দফতর। আর এই সুযোগ নিয়েই অনেক ফিরে আসা ব্যক্তি পরিযায়ী শ্রমিক না হয়েও শ্রমশ্রীর ভাতা পেতে আবেদন করতে পারেন। তেমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে জেলা থেকে ব্লক স্তরের আধিকারিকদের কড়া নজরদারি করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে শ্রম দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, ভিন্‌রাজ্যে আক্রান্ত হয়ে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনতে হবে। এই প্রকল্পের আওতায় এলে আগামী এক বছরের মধ্যে যত দিন না তাঁরা নিজেদের কর্মসংস্থানের সুযোগ করতে পারছেন, তত দিন তাঁদের মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।’’ তিনি আরও বলেন, ‘‘সে ক্ষেত্রে আমাদের দায়িত্ব সঠিক পরিযায়ী শ্রমিকদের কাছে রাজ্য সরকারের এই প্রকল্প পৌঁছে দেওয়া। তবে আমাদের আরও একটি দায়িত্ব রয়েছে। যাতে অসাধু প্রক্রিয়ায় কোনও ব্যক্তির আবেদন শ্রমশ্রী প্রকল্পে গৃহীত না হয়, সেই বিষয়ে আমাদের নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশ নিচুতলায় পৌঁছে দিয়েছি।’’

Nabanna Bengali Migrant Worker
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy