Advertisement
০৩ মে ২০২৪

টোটো চালককে ছুরি মেরে ধৃত দুই

চালকের ঘাড়ে ছুরি চালিয়ে টোটো নিয়ে পালানের সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধরা পড়ার পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ০১:২৫
Share: Save:

চালকের ঘাড়ে ছুরি চালিয়ে টোটো নিয়ে পালানের সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধরা পড়ার পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হল হাঁসখালির গাঁড়াপোতা এলাকার বাসিন্দা সুদীপ বিশ্বাস ও ভাইনার বাসিন্দা দীপন বিশ্বাস। টোটো চালক তাপস দাসকে জখম অবস্থায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপসের বাড়ি হাঁসখালির বাজিতপুর এলাকায়। বুধবার সন্ধ্যায় বাজিতপুর থেকে মাজদিয়ায় আসার জন্য ওই দুই যুবক তার টোটো গাড়ি তিনশো টাকায় ভাড়া করে। ধৃতদের দাবি তারা মাজদিয়া বাজারে মদ খাওয়ার জ‌ন্য আসছিল।

পথে কৃষ্ণগঞ্জ থানার খাটুরার কাছে ফাঁকা মাঠের মাঝখানে আচমকা পিছন দিক দিয়ে সুদীপ বিশ্বাস তার ঘাড়ে কানের নীচে ছুড়ি চালিয়ে দেয়। সেই চলন্ত আবস্থায় টোটো রাস্তার পাশে উল্টে যায়। সেই অবস্থায় টোটো চালক তাপস দাস চিৎকার করতে থাকলে ছুটে আসেন গ্রামবাসীরা। তারাই ওই দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে মারধর শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মারের চোটে তারা স্বীকার করে নেয় যে টোটো ছিনতাই করার জন্যই তারা চালকের ঘাড়ে ছুরি চালিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police arrest Toto driver Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE