Advertisement
২০ এপ্রিল ২০২৪

একাধিক খুন, অভিযুক্ত ধৃত দিল্লিতে

একাধিক খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শনিবার কাজল শেখ নামে এক দুষ্কৃতীকে দিল্লির নয়ডা এলাকা থেকে গ্রেফতার করল নদিয়া জেলার পুলিশ। বাড়ি বর্তমান চাপড়া থানার পদ্মমালা এলাকায়। জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “ধৃতের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। তাকে ধরার জন্য বিশেষ টিম তৈরি করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তাকে নয়ডা থেকে গ্রেফতার‌ করা হয়েছে। ধৃতের পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে।”

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৮
Share: Save:

একাধিক খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শনিবার কাজল শেখ নামে এক দুষ্কৃতীকে দিল্লির নয়ডা এলাকা থেকে গ্রেফতার করল নদিয়া জেলার পুলিশ। বাড়ি বর্তমান চাপড়া থানার পদ্মমালা এলাকায়। জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “ধৃতের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। তাকে ধরার জন্য বিশেষ টিম তৈরি করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তাকে নয়ডা থেকে গ্রেফতার‌ করা হয়েছে। ধৃতের পরিচয়ও খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক অপরাধে জড়িত কাজলকে ২০১২ সালে চাপড়ার বড় বালিয়াডাঙা থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছিল সিআইডি। লোকসভা ভোটের আগে কৃষ্ণনগরের ভাতজাংলায় মুখ্যমন্ত্রী যে দিন দলীয় কর্মীসভা করেন সেই দিনই চাপড়ার চরমহৎপুরে জলঙ্গী নদীর চরের জমি দখলকে কেন্দ্র‌ করে খুন হন সিপিআই(এমএল) লিবারেশনের কর্মী ইউসুফ মোল্লা। লিবারেশনের অভিযোগ, তৃণমূলের লোকজনই এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত। তার কিছু দিনের মধ্যেই‌ চাপড়ায় গিয়ে নিখোঁজ হয়ে যান ধুবুলিয়ার ন’পাড়ার বাসিন্দা ঝড়ু শেখ ও পাত্রদহের বাসিন্দা মোজাম শেখ। ঝড়ু শেখ পুলিশের ‘সোর্স’ হিসেবে পরিচিত ছিলেন। পাঁচ দিন পরে চাপড়ার শুকনার বিল থেকে মাটি খুঁড়ে দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই চরমহৎপুরের জমি নিয়ে বিবাদের জেরেই কাজল শেখ ও তার দলবল দু’জনকে টোপ দিয়ে মদের ঠেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে। পরে তাঁদের খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়। এছাড়াও সম্প্রতি ন’পাড়ায় খুন হয়েছিলেন ছোট সাজামল নামে এক ব্যক্তি। সেই খুনের ঘটনাতেও কাজল শেখ জড়িত বলে পুলিশ জানিয়েছে। কাজল আরও কোনও অপরাধের সঙ্গে জড়িত কিনা ফাইল ঘেটে তা জানার চেষ্টা করছে পুলিশ।

৬ সেপ্টেম্বর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে গত ৫ সেপ্টেম্বর নবদ্বীপ বড়ালঘাটে এক অনুষ্ঠানে শহর এবং পঞ্চায়েত এলাকার শিক্ষক, শিক্ষাব্রতী এবং কৃতি ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রদান করা হয় বহু দুঃস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীকে। ১৪ জন শিক্ষককে সম্মান প্রদান করা হয়। নবদ্বীপ পুর এলাকা এবং প্রতিটি পঞ্চায়েত থেকে সব মিলিয়ে প্রায় ১৫০ জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা এবং দুঃস্থ মেধাবীকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরদিন ৬ সেপ্টেম্বরে শহীদ দিবস উপলক্ষ্যে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE