Advertisement
০৪ মে ২০২৪

অধীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বহরমপুরের চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক জয়ন্ত চক্রবর্তীর এজলাসে বুধবার ওই পরোয়ানা জারি হয়েছে।

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০১:৩৪
Share: Save:

তৃণমূল কর্মী কামাল শেখ খুনের মামলায় গরহাজির থাকায় বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত।

বহরমপুরের চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক জয়ন্ত চক্রবর্তীর এজলাসে বুধবার ওই পরোয়ানা জারি হয়েছে। তবে ওই গ্রেফতারি পরোয়ানার কথা শুনে অধীর বলেন, ‘‘আমি সাধারণত সব দিনই এজলাসে হাজির থাকি। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দলের সর্বভারতীয় কর্মসূচিতে অংশ নিতে আমি এ দিন আদালতে যেতে পারিনি। বিচারকের প্রতি সম্মান জানিয়ে তাঁর নির্দেশ মতো দ্রুত আদালতে আত্মসমর্পন করব।’’ চার্জ গঠনের জন্য গত ৫ সেপ্টেম্বর তাঁর এজলাস থেকে জয়ন্ত চক্রবর্তীর এজলাসে কামাল খুনের ওই মামলাটি পাঠিয়ে দেন জেলাজজ ও দায়রা বিচারক বিভাস পট্টনায়েক। চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারকের এসলাসে চার্জ গঠনের জন্য ওই দিনই জেলা জজ ও দায়রা বিচারক ৮ নভেম্বর দিন ধার্য করে দেন। সেই মতো বুধবার ওই মামলার অন্য অভিযুক্তদের সঙ্গে অধীরেরও এজলাসে হাজির থাকার কথা ছিল। কোনও অভিযুক্ত এজলাসে হাজির না থাকলে তাঁর অনুপস্থিতির বিষয়ে লিখিত আবেদন করতে হয়। অধীরের আইনজীবী পীযূষ ঘোষ বলেন, ‘‘সেই আবেদন ভুল করে চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসের বদলে জমা পড়ে যায় জেলাজজ ও দায়রা বিচারকের এজলাসে।’’

বিপত্তি ঘটে তাতেই। অধীরের অন্য আইনজীবী শুভাঞ্জন সেনগুপ্ত বলেন, ‘‘পরে সেই আবেদনপত্র চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে জমা দেওয়া হয়। বিচারক অবশ্য ওই আবেদন নাকচ করে দিয়ে অধীর চৌধুরীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’’ ওই মামলার চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য হয়েছে ১৫ জানুয়ারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE