বিদেশ-বিভুঁইয়ে গিয়েছিলেন রুজিরুটির সন্ধানে। বছর সাতেক ধরে মাটি কামড়ে পড়েছিলেন মুম্বই নগরীতে। শহর জুড়ে রাজমিস্ত্রির কাজও করছিলেন তাঁরা। কিন্তু, শনিবারের একটি দুর্ঘটনা লহমায় প্রাণ কেড়ে নিল মুর্শিদাবাদের একই পরিবারের চার বাঙালির। আহত এক সদস্য। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট তেরো জনের। মুর্শিদাবাদের ওই পরিবারের মৃত চার জন হলেন, সারফুল মোল্লা (২৮) সামিরুল মোল্লা (২৪) জাবারুল মোল্লা (১৭)। এঁরা তিন ভাই। দুর্ঘটনায় মারা গিয়েছেন এঁদের এক ভাইপো মিস্টার মোল্লা (১৫)-র। গুরুতর জখম হয়েছেন সারফুলের ভাই কিয়ারুল মোল্লা। পাঁচ জনই বড়ঞা থানার বেলডাঙা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের কামাতিপুরায় ১৪ নম্বর গলিতে একটি পুরনো বহুতল সারাইয়ের কাজে লেগেছিলেন বহু রাজমিস্ত্রি। তাঁদের মধ্যেই ছিলেন সারফুলরা। গত কাল দুপুরে কাজের ফাঁকে একসঙ্গে খাওয়াদাওয়া করতে বসেছিলেন সকলেই। হঠাৎই হুড়মুড়িয়ে মাথায় ভেঙে পড়ে ওই বহুতলের একাংশ। আহত অবস্থায় সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই চার জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মৃতদের পরিজনেরা এ দিন জানিয়েছেন, আগামিকাল রাতে বেলডাঙা গ্রামে দেহ আনা হবে।
আরও পড়ুন