সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চব্বিশ ঘন্টার মধ্যেই ধুলিয়ানে লরি চালক খুনের কিনারা করল সমশেরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার প্রধান দুষ্কৃতী আনিকুল সেখ ওরফে আনারকলিকে শুক্রবার বিকেলে ফরাক্কা লাগোয়া আঁকুড়া গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায়, তার এক সঙ্গী, সাহেবনগরের মিলন শেখেরও নাম পেয়েছে পুলিশ। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
যাত্রী সেজে লরিতে উঠে সন্দীপ মন্ডল নামে এক লরি চালককে কুপিয়ে খুন করে বৃহস্পতিবার রাতে ধুলিয়ান-পাকুড় রাজ্য সড়কের চসকাপুরের কাছে লরি থেকে নেমে পালিয়ে গিয়েছিল ওই দুই দুষ্কৃতী। লরির কেবিনে চালকের পাশে ঘুমিয়ে থাকা খালাসি জানেআলমকে মারধরও করে তারা। তবে, এ ব্যাপারে ওই খালাসিকে সন্দেহের বাইরে রাখেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে খুন হওয়ার আধ ঘন্টা আগে সন্দীপ লরি নিয়ে তেল ভরতে ঢোকে ধুলিয়ান ডাকবাংলোর একটি পেট্রল পাম্পে। সেখানে তার কাছে থাকা টাকা থেকে তেলের দাম মেটায়। পেট্রল পাম্পের সিসি টিভি ফুটেজে ওই দুই দৃষ্কৃতীকে নজরে আসে পুলিশের। পরিচিত সমাজবিরোধী আনিকুলকে চিনতে অসুবিধা হয়নি পুলিশের। সাহেবনগরে আনিকুলের বাড়িতে চড়াএ হয়েই খোঁজ মেলে ফরাক্কায় তার গোপন ঠিকানার। এর পরই পুলিশ সেখানে হানা দিয়ে গ্রেফতার করে তাকে।