Advertisement
০৬ মে ২০২৪

যানজট রুখতে শহরে সিসিটিভি

বহরমপুর শহর-সহ ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট কাটাতে বেশ কিছু পদক্ষেপ করছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, বহরমপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৮০-৮৫টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০১:৩৯
Share: Save:

বহরমপুর শহর-সহ ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট কাটাতে বেশ কিছু পদক্ষেপ করছে প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, বহরমপুরের বিভিন্ন এলাকায় প্রায় ৮০-৮৫টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি টোটো ও লছিমন চলাচলের ব্যাপারেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। জেলার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, ‘‘উত্তরবঙ্গ থেকে আসা কলকাতাগামী সমস্ত যানবাহনকে মোড়গ্রাম মোড় থেকে ঘুরিয়ে দিতে পারলে ৩৪ নম্বর জাতীয় সড়ক একমুখি হয়ে যাবে। তার ফলে বহরমপুরের শহরের উপর দিয়ে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে যান চলাচল অনেকটাই কমে যাবে, তেমনি খুব সহজেই যানজট এড়ানো সম্ভব হবে।’’

সেই সঙ্গে সকাল ও বিকেলের দিকে চার ঘন্টা করে পণ্যবাহী গাড়িগুলিকে শহরের বাইরে কোথাও দাঁড় করিয়ে রাখার ব্যাপারে আইজি (ট্রাফিক)-র কাছে প্রস্তাব দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। এ ক্ষেত্রে বেলডাঙা, রেজিনগর ও ভাবতার কাছে ওই গাড়িগুলিকে দাঁড় করিয়ে রাখার ব্যাপারেও প্রাথমিক বাবে সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ।

বহরমপুর শহরের যানজটে ক্লান্ত হয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শহরে আসা লোকজন। যানজটের প্রভাব ব্যবসাতে পড়ছিল বলে যানজট রুখতে পথে নেমেছিলেন ব্যবসায়ীরাও। সবথেকে বিপাকে পড়তে হত রোগীদের। স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘‘শহর যানজট মুক্ত হলে সকলেই হাঁফ ছেড়ে বাঁচবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cctv traffic jam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE