E-Paper

প্রার্থী হতে বাধার নালিশ

স্থানীয় ব্লক অফিসে সমবায় দফতর ব্লকের ৬টি পঞ্চায়েতে এই নির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ৩০ ও ৩১ জুলাই ভোট হওয়ার কথা।

বিমান হাজরা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৮:০৬
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

উপ-সঙ্ঘের নির্বাচনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রার্থী হতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। রঘুনাথগঞ্জ ১ ব্লকের রানিনগর পঞ্চায়েতের ঘটনা। ওই মহিলাদের দাবি, তাঁরা তৃণমূলের সমর্থক হলেও শাসক দলেরই কিছু পঞ্চায়েত সদস্য ও স্থানীয় নেতা তাঁদের হুমকি দিচ্ছেন। সব কথা জানিয়ে নিরাপত্তার দাবিতে তাঁরা জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের দ্বারস্থ হয়েছেন।

স্থানীয় ব্লক অফিসে সমবায় দফতর ব্লকের ৬টি পঞ্চায়েতে এই নির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ৩০ ও ৩১ জুলাই ভোট হওয়ার কথা। ছ’টির মধ্যে পাঁচটি পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে নির্বিঘ্নেই। অভিযোগ, কেবল রানিনগর পঞ্চায়েতে দলের মধ্যেই গোষ্ঠীর কিছু মহিলা উপ-সঙ্ঘের নেত্রীদের বিরুদ্ধে দুর্নীতি, দুর্ব্যবহার ইত্যাদি অভিযোগ তুলে তাঁদের অপসারণ করতে ভোটে লড়তে চাইছেন।

এক সঙ্ঘ নেত্রী সাবিনা খাতুনের অভিযোগ, “আমরা ৪০০ স্বনির্ভর গোষ্ঠী রয়েছি রানিনগরে। প্রায় চার হাজার সদস্য। পাঁচ বছর আগে দলের কয়েক জন নেতা নিজেদের মনমতো লোকদের বাছাই করে মনোনীত করেন। ফলে সে বার নির্বাচন হয়নি। কিন্তু যে আশ্বাস উপ-সঙ্ঘের নেত্রীরা তখন দিয়েছিলেন, তা কিছুই পালন করা হয়নি। তাই আমরা সাতটি স্বনির্ভর গোষ্ঠী থেকে সাত জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র তুলেছি। মোট ১১টি আসনে নির্বাচন হবে। মনোনয়নপত্র তোলায় এখন মহিলাদের হুমকি দিচ্ছেন এলাকার কয়েক জন তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য।” আর এক স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী সুচিত্রা মাঝির অভিযোগ, “ব্লক অফিসে কাল সোমবার মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। কিন্তু হুমকি দেওয়া হচ্ছে, মনোনয়নপত্র জমা দিতে গেলে ফল ভাল হবে না। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের মতো রাস্তা ঘিরে বাধা দেবেন বলে তাঁরা হুমকি দিচ্ছেন।”

যে সাত জন গোষ্ঠীর নেত্রী এই মনোনয়নপত্র জমা দিতে যাবেন বলে মনে করা হচ্ছে, মূলত তাঁদেরই ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। তাঁরা তৃণমূলের স্থানীয় সাংসদ থেকে বিধায়ক— সকলেরই দ্বারস্থ হয়েছেন নিরাপত্তা চেয়ে। জানিয়েছেন প্রশাসনকেও। শেষ পর্যন্ত গত শুক্রবার তাঁরা জঙ্গিপুরের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এসপি অমিতকুমার সাউ বলেন, ‘‘অভিযোগ শুনেছি। ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে এসপি জানান, ওই মহিলাদের তিনি রঘুনাথগঞ্জ থানায় এ নিয়ে লিখিত ভাবে অভিযোগ জমা দিতে বলেছেন। সাবিনা জানান, আজ, রবিবার তাঁরা গোষ্ঠীর শতাধিক মহিলাকে নিয়ে থানায় যাবেন। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার দিনেও তাঁদের সঙ্গে ব্লক অফিসে যাবেন স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলা। তৃণমূলের রঘুনাথগঞ্জ ১ ব্লকের সভাপতি গৌতম ঘোষ বলেন, “আমার সামনেই বিধায়ক জাকির হোসেনের কাছে এসে ওই মহিলারা অভিযোগ করেছেন। আমি তাঁদের উদ্দেশে বলছি, আপনারা নির্ভয়ে ব্লক অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিন। দলের কোনও কর্মী তাঁদের বাধা দেবেন না। নির্বাচন হবে স্বচ্ছ ভাবেই। দলের কোনও নেতা বাধা দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি খলিলুর রহমান বলেন, ‘‘এমনটা হওয়ার কথা নয়। আমি কলকাতায় রয়েছি। জেলায় ফিরে বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jangipur

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy