তা হলে কি এ বার ইটের বদলা পাটকেল!
শুক্রবার রানিনগর ১ ব্লকে বিরোধীদের বিরুদ্ধেই মারধর করার অভিযোগ তুলল শাসক দল। তার পরেই এ প্রশ্ন উঠেছে যে, বিরোধীরাও কি এ বার আক্রমণের রাস্তায় যাচ্ছে।
রানিনগর দুই ব্লকে দীর্ঘদিন ধরেই বিরোধীদের উপরে অত্যাচারের অভিযোগ উঠছিল শাসকের বিরুদ্ধে। আর এবার রানিনগর ১ ব্লকে খোদ শাসক দলের অভিযোগ, ‘‘উদ্দেশ্য প্রণোদিত ভাবে গন্ডগোল পাকিয়ে বেশ কিছু তৃণমূল কর্মীকে জখম করা হয়েছে।’’ এলাকার বিধায়ক তৃণমূলের সৌমিক হোসেন বলেন, "আদতে আমাদের নেতৃত্ব যেহেতু নির্দেশ দিয়েছে সুশৃঙ্খল ভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সারতে, ফলে আমাদের কর্মীরা চুপচাপ বসেছিলেন নিজেদের শিবিরে। হঠাৎ করেই বিরোধীরা তেড়ে এসে চেয়ার থেকে মোটরবাইক ভাঙচুর করে এবং ইট ছুড়ে জখম করে আমাদের বেশ কিছু কর্মীকে।’’
যদিও ব্লক কংগ্রেসের সভাপতি আবু হানিফ মিঞা বলছেন, "একেবারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই শাসকদলের বেশ কিছু নেতাকর্মী আমাদের ক্যাম্পের দিকে তেড়ে আসে হইহুল্লোড় করে। আর সেই সময় প্রাণ বাঁচাতেই প্রতিরোধ গড়ে তোলেন আমাদের ও বামেদের কর্মীরা। তবে তাতে কেউ জখম হয়নি। শুনছি মামলা সাজানোর জন্য কিছু লোকজন হাসপাতালে গিয়ে বসে রয়েছেন।" বিরোধী নেতাদের দাবি, দু'পক্ষই ইট ছুড়েছে ঘটনাস্থলে, তাতে দু’পক্ষেরই বেশ কয়েক জন কমবেশি জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাই একেবারে শেষ মুহূর্তে হঠাৎ করেই ঘটে গিয়েছে। তবে গুরুতর জখম কেউ হয়নি। ঘটনার তদন্ত চলছে। রানিনগর ১ ব্লকের বিডিও ইকবাল আহমেদ বলছেন, "যা হয়েছে একেবারে অফিস চত্বরের বাইরে। আমাদের প্রক্রিয়া সুষ্ঠু ভাবেই চলেছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)