Advertisement
১৮ মে ২০২৪

চাঙ্গা কংগ্রেসে চলছে শেষ মুহূর্তের বদল

কয়েক বছর আগে পর্যন্ত নদিয়া জেলায় কংগ্রেস ব্যাকফুটে চলে গেলেও গত বিধানসভা ভোটের পর থেকে দল আবার যেন মাঝমাঠে ফিরে এসেছে। গত বিধানসভা ভোটে বাম কংগ্রেস আসন সমঝোতার কারণে কংগ্রেসের সংগঠন আগের চেয়ে অনেক বেশি চাঙ্গা হয়ে উঠেছে বলে দলীয় সূত্রের খবর। 

সন্দীপ পাল
কালীগঞ্জ শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০১:৫৭
Share: Save:

লোকসভা ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দলই জেলার বিভিন্ন প্রান্তে জনসংযোগের কাজে ব্যস্ত। এ বিষয়ে পিছিয়ে নেই কংগ্রেসও। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বদল ঘটছে দলের বিভিন্ন পদেও।

কয়েক বছর আগে পর্যন্ত নদিয়া জেলায় কংগ্রেস ব্যাকফুটে চলে গেলেও গত বিধানসভা ভোটের পর থেকে দল আবার যেন মাঝমাঠে ফিরে এসেছে। গত বিধানসভা ভোটে বাম কংগ্রেস আসন সমঝোতার কারণে কংগ্রেসের সংগঠন আগের চেয়ে অনেক বেশি চাঙ্গা হয়ে উঠেছে বলে দলীয় সূত্রের খবর।

সংগঠনকে চাঙ্গা করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন করার কিছু দিনের মধ্যে পরিবর্তন করা হয়েছে নদিয়া জেলা নেতৃত্বও। দলীয় সূত্রের খবর, কংগ্রেস নেতা জ্যোতির্ময় ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের ঘনিষ্ঠ বলেই তাঁকে নদিয়া জেলার সভাপতি করা হয়েছে। তবে তা মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। তারা জানিয়েছে, একটা সময় পর সকলকে পদ ছাড়তে হয়, এটা দলের নিয়ম।

এ বার শুধু জেলা নেতৃত্ব নয়, জেলার সঙ্গে ব্লকে ব্লকে সভাপতি পরিবর্তন করিয়ে সংগঠন চাঙ্গা করতে চাইছে কংগ্রেস। এর জেরেই তারা শুক্রবার কালীগঞ্জ ও নাকাশিপাড়ার সভাপতি পরিবর্তন করেছে। তবে প্রশ্ন উঠেছে, নদিয়া জেলায় এতগুলি ব্লক থাকতে শুধুমাত্র কালীগঞ্জ ও নাকাশিপাড়ার ব্লক সভাপতি কেন পরিবর্তন করা হল? রাজনীতির কারবারিদের একাংশের বক্তব্য, গত বিধানসভা ভোটে বাম ও কংগ্রেসের আসন সমঝোতার কারণে কালীগঞ্জে কংগ্রেস আসন পায় এবং ভোটে জয়ীও হয়। অন্য দিকে, নাকাশিপাড়ায় বাম কংগ্রেস মিলে বেশ ভাল ফল করে। তার পরেও কেন সভাপতি পরিবর্তন করা হল? এর ফলে কংগ্রেসের লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে কি না, সেই প্রশ্নও উঠেছে।

নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নাকাশিপাড়ার সভাপতি আনিসুর রহমানের সঙ্গে নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের তেমন যোগাযোগ নেই। জেলা নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তাঁকে পদ দেওয়া হয়েছে বলে দলের নেতা-কর্মীদের একাংশের দাবি। এই বিষয়ে আনিসুর বলেন, ‘‘আমি দীর্ঘ দিন ধরে ব্লক যুব কংগ্রেসের সভাপতি। জেলায় যে সিদ্ধান্ত হয়েছে, সেই মতো আমি কাজ করব। আমার কাছে সকলেই সমান। যে দায়িত্ব পেয়েছি, সেটা পালন করার চেষ্টা করব।’’

কালীগঞ্জে দলীয় সমস্যার কারণে দীর্ঘ দিন ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন না। গত পঞ্চায়েত ভোটের সময় ব্লক কংগ্রেস সভাপতি ছিলেন না। তার পরেই হঠাৎ শুক্রবার কালীগঞ্জে নতুন সভাপতি হিসাবে শাহনওয়াজ মুন্সিকে নির্বাচিত করা হয়। শাহনাওয়াজ মুন্সি বলেন, ‘‘মানুষ কংগ্রেসকে চায়, এটা বিধানসভা ভোটে প্রমাণ করে দিয়েছে কালীগঞ্জ। লোকসভা ভোটেও একই ফল হবে।’’ সভাপতি নির্বাচন নিয়ে জেলা সভাপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বলেন, ‘‘এ নিয়ে মন্তব্য করা ঠিক নয়। যা হয়েছে, দলের ভালর জন্যই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE