Advertisement
০২ মে ২০২৪
করিমপুর গ্রামীণ হাসপাতাল

চেম্বারেই চিকিৎসা, অভিযুক্ত ডাক্তার

হাসপাতালে ভাল চিকিৎসা সম্ভব নয়। তাই, হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে নিজের চেম্বারে আসার পরামর্শ দিয়েছিলেন। ওই রোগীর বাড়ির লোকেরা করিমপুর গ্রামীণ হাসপাতালের ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০০:৪৫
Share: Save:

হাসপাতালে ভাল চিকিৎসা সম্ভব নয়। তাই, হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে নিজের চেম্বারে আসার পরামর্শ দিয়েছিলেন। ওই রোগীর বাড়ির লোকেরা করিমপুর গ্রামীণ হাসপাতালের ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

শনিবার রাতে পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মুরুটিয়া থানার কেচুয়াডাঙার বাসিন্দা রিম্পা দেবনাথ। চিকিৎসায় বেশি রাতের দিকে যন্ত্রণা কমে যায়। রবিবার সকালে যন্ত্রণা ফের বাড়ে। রিম্পার বাড়ির লোকেরা সেই সময় হাসপাতালের চিকিৎসক শিবময় সিংহরায়ের কাছে যান।

অভিযোগ, শিবময়বাবু তাঁদের জানান, হাসপাতালে ভাল চিকিৎসার ব্যবস্থা নেই। তিনি রিম্পাকে নিজের চেম্বারে নিয়ে যেতে বলেন। রোগীর বাড়ির লোকেদের বক্তব্য, ‘‘এই হাসপাতালে ভাল চিকিৎসার সুবিধা না থাকলে ডাক্তারবাবু অন্য হাসপাতালে রেফার করতে পারতেন।’’ তাঁদের প্রশ্ন, ‘‘তা না করে আমাদের উনি নিজের চেম্বারে যাওয়ার পরামর্শ দিলেন
কী করে?’’রিম্পার বাড়ির লোকেরা জানিয়েছেন, নোট বাতিলের ধাক্কায় তাঁদের অবস্থা এমনিতেই কাহিল। সংসার চালানোর টাকা যোগাড় করতেই হিমসিম খেতে হচ্ছে। তারপরে চিকিৎসার খরচ যোগাড় করা খুবই সমস্যার। তাঁরা বিষয়টি নিয়ে সুপারকে লিখিত ভাবে জানান। হাসপাতালের সুপার রাজীব ঘোষ বলেন, “ওই চিকিৎসকের কাছে পরামর্শ দেওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে।’’ অভিযুক্ত চিকিৎসক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে এমন পরামর্শ দেওয়ার প্রশ্নই ওঠে না। রোগীর যে ভাল চিকিৎসা প্রয়োজন তাই জানানো হয়েছিল মাত্র। তার উল্টো ব্যাখ্যা
করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIR Hospital Doctor Patient Karimpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE