বৃদ্ধের বয়স ৭২, বৃদ্ধা ৬৫ বছরের। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। দু’জনের দেহ উদ্ধার হল বাড়ি থেকে। রবিবার বৃদ্ধ দম্পতির মৃত্যু ঘিরে শোরগোল নদিয়ার শান্তিপুরে। প্রতিবেশীদের দাবি, মানসিক চাপে আত্মহত্যা করেছেন তাঁকা।
পুলিশ সূত্রে খবর, মৃত দম্পতির নাম নারায়ণ সিংহ এবং রিনা সিংহ। শান্তিপুর-১ ব্লকের শান্তিগড় কলোনি বিবাদী পল্লিতে তাঁদের বাড়ি। রবিবার দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয়েছিল শান্তিপুর হাসপাতালে। কিন্তু চিকিৎসা শুরুর কিছু ক্ষণের মধ্যেই রিনার মৃত্যু হয়। তার কয়েক ঘণ্টা পরে প্রাণ হারান নারায়ণও।
দম্পতির দুই পুত্রসন্তান। দু’জনেই সাবালক। প্রতিবেশীদের দাবি, দীর্ঘ দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রিনা। শরীরের একাংশ পক্ষাঘাতে অচল। তা-ই হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। স্ত্রীর দীর্ঘ অসুস্থতার জন্য স্বামীও মানসিক অবসাদে ছিলেন।
আরও পড়ুন:
অন্য দিকে, পরিবারের দাবি অনুযায়ী, শনিবার রাতে খাওয়াদাওয়া করেছেন নারায়ণ এবং রিনা। সকালে অনেক ক্ষণ ধরে তাঁদের সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখা যায়, দু’জনেই অচৈতন্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। দম্পতির পুত্রদের দাবি, বাবা-মা কীটনাশক খেয়েছিলেন। তবে পারিবারিক সমস্যা ছিল না। বৃদ্ধ-বৃদ্ধা আত্মহত্যা করেছেন না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রয়েছে, তা তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যে স্বামী-স্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। অপেক্ষা করা হচ্ছে রিপোর্টের। জেলা পুলিশের এক আধিকারিকের কথায়, ‘‘বিষক্রিয়ার কারণে দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আত্মহত্যা কি না, সেটা তদন্ত হলেই জানা যাবে।’’