Advertisement
১৯ মে ২০২৪

প্রয়াত চিকিৎসক

মারা গেলেন ‘বহরমপুরের বিধান রায়’ চিকিৎসক বিনয় সরকার। শুক্রবার ৮৭ বছর বয়সে বহরমপুর শহরের স্টেশনরোডে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে চিকিৎসক পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ তাঁদের ‘দশ টাকার ডাক্তার’- এর শেষ যাত্রায় সামিল হন। তাঁর শেষকৃত্য হয় গোরাবাজার শ্মশানে।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:৩৯
Share: Save:

মারা গেলেন ‘বহরমপুরের বিধান রায়’ চিকিৎসক বিনয় সরকার। শুক্রবার ৮৭ বছর বয়সে বহরমপুর শহরের স্টেশনরোডে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে চিকিৎসক পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ তাঁদের ‘দশ টাকার ডাক্তার’- এর শেষ যাত্রায় সামিল হন। তাঁর শেষকৃত্য হয় গোরাবাজার শ্মশানে।

চিকিৎসক জীবনের প্রথম পর্বে বিনয়বাবু বিনা পয়সায় চিকিৎসা করতেন। পরে তাঁর ২ টাকা ফি নিতেন। মৃত্যুর আগে সেই ফিজ ছিল ১০ টাকা। আমৃত্যু তিনি দুঃস্থ-গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করেছেন। চিকিৎসার প্রয়োজনে রাত ২-৩টের সময়ও তাঁর বাড়িতে রোগীরা অবাধে যেতে পারতেন।

১৯৬৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্থান থেকে এলএমএফ পাশ চিকিৎসক বিনয়বাবু বহরমপুরে আসেন। এখনকার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের তখন নাম ছিল নিউ জেনারেল হাসপাতাল। বিনয়বাবুর বড় ছেলে অসিত সরকার বলেন, ‘‘ওই হাসপাতালের বাবা ছিলেন প্রথম চিকিৎসক। ১৯৬৭ সালে থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি ওই হাসপাতালের ডেপুটি সুপার ছিলেন।’ জীবনে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baharampur Mursidabad Binay Sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE