Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মৃত্যু নিয়ে ধন্দ কেন! 

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে,  মেডিক্যাল কলেজ হাসপাতালেই!  তিন বছর আগে ২০১৬ সালের ২৭ অগস্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনার পরে মৃত্যুর সঠিক হিসেব দেয়নি বলে অভিযোগ উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে

ছবি তুলেছেন গৌতম প্রামাণিক।

ছবি তুলেছেন গৌতম প্রামাণিক।

  নিজস্ব সংবাদদাতা
 বহরমপুর শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০০:২৭
Share: Save:

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে, মেডিক্যাল কলেজ হাসপাতালেই! তিন বছর আগে ২০১৬ সালের ২৭ অগস্ট মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনার পরে মৃত্যুর সঠিক হিসেব দেয়নি বলে অভিযোগ উঠেছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে! একই ভাবে বুধবারে আগুন-আতঙ্কের পরেও মিলছে না মৃত্যুর সঠিক তথ্য।

এ দিন বেলডাঙার মাড্ডা এলাকার অনিমা মণ্ডল নামে মাঝবয়সী এক মহিলা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান বলে পরিবারের দাবি। কিন্তু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার তথা সহ-অধ্যক্ষ দেবদাস সাহা বলছেন, ‘‘এক জন রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসার সময়ে মারা গিয়েছে বলে শুনেছি। তবে এর সঙ্গে পদপিষ্ট হয়ে মৃত্যুর যোগ আছে কি না, তা তদন্তে করে দেখা হচ্ছে।’’

সে বারও হাসপাতালের দোতলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। প্রাণের ভয়ে রোগী ও রোগীর বাড়ির লোকজনের সঙ্গে কর্মরত আয়ারা সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদপিষ্ট হন। মারা গিয়েছিলেন হাসপাতালের আয়া মামনি সরকার এবং রোগীর বাড়ির আত্মীয় পলাশির বাসিন্দা পূর্ণিমা ঘোষ। এ দিনও অনিমার সঙ্গে আরও এক জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলছেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যর্থতা ঢাকতেই মৃত্যুর হিসেব দিচ্ছে না।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Fire Murshidabad Medical College
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE