Advertisement
২০ এপ্রিল ২০২৪

এ বার ভুয়ো চিকিৎসক পাকড়াও চাপড়াতেও

ধৃতের নাম অদ্বৈত মণ্ডল। আদত বাড়ি পশ্চিম বর্ধমানের বার্নপুরে। বছর পাঁচেক আগে চাপড়ায় এসে বসবাস শুরু করেছিলেন। নিউরো ও ডায়াবেটিস বিশেষজ্ঞ পরিচয় দিয়ে হাসপাতালের কাছে চেম্বার খুলেছিলেন।

ধৃত অদ্বৈত মণ্ডল। নিজস্ব চিত্র

ধৃত অদ্বৈত মণ্ডল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চাপড়া শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ১৩:২০
Share: Save:

হাঁসখালির পরে চাপড়া। শুক্রবার চাপড়া হাসপাতালের পাশেই একটি চেম্বার থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ।

ধৃতের নাম অদ্বৈত মণ্ডল। আদত বাড়ি পশ্চিম বর্ধমানের বার্নপুরে। বছর পাঁচেক আগে চাপড়ায় এসে বসবাস শুরু করেছিলেন। নিউরো ও ডায়াবেটিস বিশেষজ্ঞ পরিচয় দিয়ে হাসপাতালের কাছে চেম্বার খুলেছিলেন। তাঁর প্রেসক্রিপশন লেখা দেখে ওষুধের দোকানে কারও-কারও খটকা লাগলেও এত দিন কেউ কিছু বলেননি। সম্প্রতি পুলিশ সব দোকানকে সতর্ক করেছে। সেই মতো চাপড়াই একটি ওষুধের দোকানদার তাদের ওই ডাক্তারের কথা জানান।

দু’দিন আগেই হাঁসখালিতে স্বাস্থ্য শিবির থেকে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার বিকেলে চাপড়া থানার পুলিশ হানা দেয় অদ্বৈতর চেম্বারে। অদ্বৈত এমবিবিএস বা এমডি সার্টিফিকেট দেখাতে না পারায় তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের দাবি, পাঁচ বছর আগে তিনি চাপড়ায় চেম্বার খুললেও কোনও নার্সিংহোমের সঙ্গে যুক্ত না হওয়ায় সন্দেহ জোরালো হচ্ছিল। জেরায় অদ্বৈত স্বীকার করেন, তিনি ডাক্তারি পাশ করেননি। তবে নিজেকে তিনি ‘রেজিস্টার্ড মেডিক্যাল প্র্যাকটিশনার’ (আরএমপি) বলে দাবি করেন। তিনি গ্র্যাজুয়েট বলে পুলিশকে জানালেও সেই সার্টিফিকেট জাল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE