প্রতিদিনের মতোই বাবার সঙ্গে ঘুমোতে গিয়ে ছিল তিন বছরের বর্ষা। ঘুমের মধ্যেই সর্প দংশনে মৃত্যু হল বাবা হিরণ্ময় বৈরাগ্য (৩০) এবং মেয়ে বর্ষা বৈরাগ্য (৩), দু’জনেরই। শনিবার বিশ্বকর্মা পুজোর রাতে নবদ্বীপের ফকিরডাঙ্গা ঘোলাপাড়া পঞ্চায়েতের ঘটনা।
ফকিরডাঙ্গা পঞ্চায়েতের খেয়াঘাট পাড়ার বাসিন্দা হিরণ্ময় বৈরাগ্য পেশায় তাঁতবস্ত্র ব্যবসায়ী। শনিবার রাতে অন্যান্য দিনের মতোই তিনি ঘুমোতে গিয়েছিলেন। গ্রামের এক দিকে মাঠের ধারে টিনের বাড়ি ছিল তার। জানা গিয়েছে শনিবার রাত বারোটা নাগাদ স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে তিনি জানান, তাঁর শরীর খুব খারাপ লাগছে। খুব জ্বালা করছে। স্ত্রীর ডাকে আশপাশের বাড়ি থেকে ছুটে আসেন গ্রামের মানুষ। প্রথমে তাঁরা ভেবেছিলেন, হাইপ্রেসারের রোগী হিরন্ময়বাবুর হয়তো রক্তচাপ বেড়েছে। কিন্তু পরে ব্যাপারটা টের পেয়ে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্ধমান ঘেঁষা ফকিরডাঙ্গা থেকে অত রাতে তাঁকে কালনা হাসপাতাল নিয়ে যেতে সময় ঘণ্টা চারেক সময় লেগে যায়। কারণ বাড়ি থেকে এক কিমি দূরের খেয়াঘাটে রাতে কোনও নৌকা থাকে না। ভাই কিরণ বৈরাগ্য বলেন, ‘‘নৌকা থাকে উল্টো পাড়ে সমুদ্রগড় ঘাটে। সেখান থেকে মাঝিদের ডেকে নৌকার ব্যবস্থা করে সমুদ্রগড় গিয়ে, তার পর অ্যাম্বুল্যান্সে করে দাদাকে নিয়ে যখন কালনা হাসপাতালে পৌঁছাই, ততক্ষণে তিনি নেতিয়ে পড়েছেন। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মারা যান দাদা।’’