তিন দিনের ব্যবধানে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।
রবিবার দুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ধুলিয়ান ডাকবাংলো মোড়ে একটি ছোট গাড়ি থেকে ১৫টি নাইন এমএম পিস্তল ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করল সমশেরগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এদের মধ্যে দু’জন— মুরসালিম শেখ ও সাদ্দাম হোসেনের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর। অন্যজন খাইরুল ইসলাম কালিয়াচক থানার হলদিবাড়ি গ্রামের বাসিন্দা। তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে গাড়িতে চেপে জাতীয় সড়ক ধরে মালদহের কালিয়াচক থেকে যাচ্ছিল উমরপুরের দিকে। তখনই এ দিন ভরদুপুরে ধুলিয়ান ডাকবাংলোয় নাকা তল্লাশির সময় ওসি অমিত ভকত-সহ পুলিশ কর্মীরা গাড়িটিকে থামায়। তল্লাশি করে মেলে গুলি ও আগ্নেয়াস্ত্র।
বৃহস্পতিবার দুপুরেও ৩৪ নম্বর জাতীয় সড়কে সুতির ধলার মোড় থেকে সামসুল শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। তার কাছ থেকে ১০টি নাইন এম এম পিস্তল ও ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এই নিয়ে গত দেড় মাসের মধ্যে সুতি ও সামশেরগঞ্জ থেকে উদ্ধার হল ৪০টি আগ্নেয়াস্ত্র ও প্রায় দেড়শোটি গুলি।
মাস খানেক ধরে কমেছে গরু পাচার। ভাটা পড়েছে জাল নোটের কারবারেও। বদলে পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচার। যদিও পুলিশ সুপার মুকেশের দাবি, ‘‘নজরদারি বেড়েছে বলেই আগ্নেয়াস্ত্র ও মাদক কারবারিরা ধরা পড়ছে।’’