Advertisement
০৬ মে ২০২৪

২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৩

শুক্রবার রাতে মুর্শিদাবাদে ৩৩ জনের করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের এক জন মুর্শিদাবাদের বাইরে রয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০৩:৫৯
Share: Save:

এক দিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত হলেন। শুক্রবার রাতে মুর্শিদাবাদে ৩৩ জনের করোনা পজ়িটিভ হয়েছে। তাঁদের এক জন মুর্শিদাবাদের বাইরে রয়েছেন। এত দিন জেলায় একদিনে ১৯ জন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সংখ্যা ছাপিয়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে মুর্শিদাবাদে। আক্রান্তের তালিকায় রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের পরিবারের দুই সদস্য, গাড়ির চালক, নিরাপত্তারক্ষী থেকে জেলা পরিষদের কর্মচারি, লালগোলা, জঙ্গিপুর ও বহরমপুরের বেশ কয়েকজন পুলিশ কর্মী, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক থেকে আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট রয়েছেন।

শনিবার মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে ৩১ জনের করোনা পজ়িটিভ হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে এসে তাঁরাও আক্রান্ত হয়েছে। তাঁদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।’’

মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলাবাসীর উদ্দেশ্যে বলেন, ‘‘করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে চলুন। তবেই করোনার থেকে রক্ষা পাবেন।’’ কী ধরনের নির্দেশিকা? জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা জানানন, ‘‘মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। পরিচিত-অপরিচিত, আত্মীয়-সহকর্মী কারও সামনে মাস্ক ছাড়া থাকবেন না। দূরত্ববিধি মেনে চলতে হবে। চোখে মুখে হাত দেবেন না। ঘন ঘন হাত ধুতে হবে, বা স্যানিটাইজ় করতে হবে।’’

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর পুলিশ লাইনের এক পুলিশ কর্মীর করোনা পজ়িটিভ হয়েছেন। দু’দিন আগেই রঘুনাথগঞ্জের দুই ব্যাঙ্ক কর্মীর করোনা পজ়িটিভ হয়েছিল। তাঁদের সংস্পর্শে এসে রঘুনাথগঞ্জের আর এক ব্যাঙ্ক কর্মীর করোনা পজ়িটিভ হয়েছে। সুতির আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ফার্সাসিস্টের করোনা পজ়িটিভ হয়েছে। দু’দিন আগেই জেলা পরিষদের উপ সচিবের করোনা পজ়িটিভ হয়েছিল। তাঁর সংস্পর্শে এসে জেলা পরিষদের এক কর্মীর শুক্রবার রাতে করোনা পজ়িটিভ হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের করোনা পজ়িটিভ হয়েছে। এছাড়া বহরমপুরে পুলিশ লাইনের এক পুলিশ কর্মীর করোনা পজ়িটিভ হয়েছে। লালগোলা থানার একজন সাব ইনসপেক্টর আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে এসে দু’জন সাব ইনসপেক্টর, একজন করে এএসআই এবং ভিলেজ পুলিশ রয়েছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ‘‘পুলিশ কর্মীরা মাস্ক গ্লাভস পরে কাজ করছেন। নিয়মিত লালারস পরীক্ষার ব্যবস্থা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus murshidabad lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE