Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সময় কাটে না, টিভি এল প্রসূতি বিভাগে

সচেতনতার পাঠ আগেও দেওয়া হত। কিন্তু, তাতে যে বিশেষ কাজ হয়নি, তা মানছেন স্বাস্থ্য কর্তারাও। এ বার শিশু-মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর।

টিভিতে মগ্ন হাসপাতাল।

টিভিতে মগ্ন হাসপাতাল।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪০
Share: Save:

সচেতনতার পাঠ আগেও দেওয়া হত। কিন্তু, তাতে যে বিশেষ কাজ হয়নি, তা মানছেন স্বাস্থ্য কর্তারাও। এ বার শিশু-মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর।

তারা চাইছে, শিশু এবং মায়েদের পরিচর্যার পাঠ শুরু হোক হাসপাতাল থেকেই। সেই লক্ষ্যে রাজ্যের ৯৫টি হাসপাতালের প্রসূতি বিভাগে দু’টি করে টিভি সেট দেওয়া হয়েছে। সেখানে শিশু এবং মায়েদের পরিচর্যা নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখানো হয়।

রাজ্য স্বাস্থ্য দফতরের টাকায় কেবলমাত্র মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালেই টিভি মিলেছে। কিন্তু, প্রত্যন্ত গ্রামের প্রসূতিরা সাধারণত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই আসেন। এ বার নদিয়া জেলা স্বাস্থ্য বিভাগ নিজেদের খরচে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতি বিভাগেও টিভির ব্যবস্থা করল।

স্বাস্থ্য কর্তারা জানাচ্ছেন, গ্রামে-গঞ্জে শিশুদের দেখভাল হয় প্রসূতিদের মা-মাসিদের খেয়াল অনুযায়ী। চিকিৎসকরা জানাচ্ছেন, পুরনো পদ্ধতিতে শিশুদের পরিচর্যা অনেক সময় বিপদ ডেকে আনে। সেই জন্য চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা মায়েদের নানাভাবে বোঝানও। কিন্তু, তাতে বিশেষ লাভ হয় না। চিকিৎসকরা বলছেন, অডিও ভিস্যুয়াল বা দৃশ্য-শ্রবণ মাধ্যমের মাধ্যমে কিছু বোঝালে তা অনেক বেশি কার্যকর হয়। সেই জন্য এই ব্যবস্থা।

নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় জানান, শুধু শিশু-মায়েদের পরিচর্যাই নয়, টিভি সেটে দেখানো হচ্ছে বিনোদনমূলক নানান অনুষ্ঠান। যাতে মায়েরা একঘেয়েমি কাটাতে পারেন।

মাস খানেক আগেই জেলা স্বাস্থ্যদফতরের নিজস্ব তহবিল থেকে হাসপাতাল পিছু টিভির জন্য ১৫হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে ১৫টি হাসপাতালে টিভি বসানো হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর নিজস্ব তহবিল থেকেই এই টাকার ব্যবস্থা করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

maternity ward
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE